নীলকান্ত মণি সোনা-রুপার অলংকারেই ভালো মানায়। কিন্তু তা যদি গোঁফ-দাড়ি কামানোর রেজরে বসানো হয়, তাহলে কেমন হবে? এ প্রশ্নে অবিশ্বাস নিয়ে ভুরু কুঁচকাবে অনেকেরই। কিন্তু বাস্তবে তা-ই ঘটেছে।
নীলকান্ত মণি দিয়ে বানানো হয়েছে একটি রেজর। এটির হাতল তৈরি করা হয়েছে উল্কাপিণ্ড থেকে নেওয়া ধাতব পদার্থ দিয়ে। রেজরটির দাম হাঁকা হচ্ছে এক লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের অরেগনভিত্তিক কোম্পানি পোর্টল্যান্ড তৈরি করেছে এই রেজর। নিরেট সাদা নীলকান্ত মণি দিয়ে তৈরি এই রেজর টিকবে জীবনভর—এমন দাবি ওই কোম্পানির। উচ্চ তাপমাত্রায় আয়োনিত কণিকা দিয়ে তৈরি করা হয়েছে রেজরটির ধারালো ব্লেড, যা পুরুত্বের দিক দিয়ে মানুষের একটি চুলের চেয়ে পাঁচ হাজার গুণ পাতলা। ‘জাফিরো ইরিডিয়াম’ বলে পরিচিত এই রেজরের হাতল তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বিরল ও সবচেয়ে মজবুত ধাতু ইরিডিয়াম দিয়ে। দুর্লভ ও দামি ধাতু প্লাটিনামের চেয়েও দুষ্প্রাপ্য ইরিডিয়াম।
এই রেজরের ব্লেড ব্যবহারে বাড়তি যে সুবিধা পাওয়া হবে, তা হচ্ছে—এতে এলার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম। এ ছাড়া এই ব্লেডে কখনো মরিচা ধরবে না। তবে কোম্পানিটি এই রেজর তৈরি করবে মাত্র ৯৯টি। পোর্টল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হেইডেন হ্যামিলটন বলেন, রেজরশিল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধনই আমাদের এই রেজর তৈরির লক্ষ্য। এ জন্যই আমরা বিশ্বের সবচেয়ে দামি ও চিরটেকসই রেজর তৈরি করেছি। অরেঞ্জ অনলাইন।
0 comments:
Post a Comment