শান্তিনিকেতন
কল্যাণীয়াসু
কলকাতায় যাওয়া ঘটল না। যাবার আর সমস্ত সুবিধাই আছে কেবল শরীরটা হর্ত্তাল করে বসে আছে, তার চলাফেরা বন্ধ। সংবাদপত্র থেকে মাঝে মাঝে খবর পাই যে আমি নানা সভাসমিতিতে
তুমি রেঁধে খাওয়াতে চেয়েছ সেই কথাটি আমি এই দূরে থেকেও মনে রাখব। তুমি ভুলবে বলে আশঙ্কা করছি। ইতি ৬ই জানুয়ারি ১৯২৯
শুভাকাঙ্ক্ষী
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
ভূঁইয়া ইকবাল-এর রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ বই থেকে নেওয়া