
আমি তোমাকে অনুভব করি
নিদ্রা যাওয়ার সময়।
আমি তোমাকে অনুভব করি
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ।
আমি তোমাকে অনুভব করি
শত কস্টের মাঝে ।
আমি তোমাকে অনুভব করি
বিকালের অবসরে ছাদে ।
আমি তোমাকে অনুভব করি
পথে প্রান্তরে ।
আমি তোমাকে অনুভব করি
কবিতা লিখার মাঝে।
আমি তোমাকে অনুভব করি
প্রতি ঘণ্টায় ঘণ্টায়।
আমি তোমাকে অনুভব করি
সকাল বিকাল সাজে ।
আমি তোমাকে অনুভব করি
পাখির কলকাকলির মাঝে।



0 comments:
Post a Comment