১৯৪৫ সালে মুন্সীগঞ্জ ও শ্রীনগর এই ২টি থানা নিয়ে মুন্সীগঞ্জ মহকুমা স্থাপিত হয়। তখন সিরাজদিখান এলাকা শ্রীনগর থানার অন্তর্ভুক্ত ছিল। ১৮৫৭ সালের পর সিরাজদিখান বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। ১৯১২ সাল পর্যন্ত সিরাজদিখান বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। ১৯১২ সালে সমগ্র ঢাকা জেলায় মাত্র ১৯টি থানা ছিল। ১৯২১ সালের জরিপে দেখা যায় ঢাকা জেলায় থানা ছিল ৩৫টি। এই ৩৫টির মধ্যে সিরাজদিখান ছিল অন্যতম। ১৯১৪ সালের দিকে সিরাজদিখান থানা ও সিরাজদিখান সাব রেজিস্ট্রি অফিস স্থাপিত হয়।
নামকরণ:
সিরাজদিখান নামের উৎপত্তি নিয়ে নানা মত আছে।
ঙ কথিত আছে যে নবাব সিরাজদ্দৌলা তাঁর পিতাকে নেয়ার জন্য পাথারঘাটা (সিরাজদিখান) এলাকা দিয়ে বিμমপুর এসেছিলেন। তাঁর নাম অনুসারে সিরাজদিখান নামকরণ করা হয়।
ঙ সিরাজদিখান এর পাশের রাজদিয়া গ্রামে খান বংশের আদি পুরুষ সুজাত আলী খান সম্রাজ জাহাঙ্গীরের রাজত্বকালে শাহী ফরমান অনুযায়ী পূর্ববঙ্গে আরকানী জলদস্যুদের আμমণ প্রতিহত করার কাজে নিযুক্ত থাকা কালে ইছামতি নদীর দক্ষিণে রাজদিয়া গ্রামে বসতি স্থাপন করেন। এই খান বংশের ৪র্থ পুরুষ সিরাজ উদ্দিন খান ছিলেন ¯^vaxb‡PZv ও খোদাভক্ত মানুষ। একসময় তিনি বিবাগী হয়ে দেশত্যাগ করেন এবং ৩০ বছর পরে ইছামতি নদীর তীরে জঙ্গলে ৪ সঙ্গী নিয়ে আস্তানা গড়ে তোলেন এবং আল−ার এবাদতে মশগুল থাকতেন। এই সাধক পুরুষের মৃত্যুর পরে এলাকাটির নাম রাখা হয় সিরাজদিখান।
উপজেলা সৃষ্টির তারিখ
১৯৮২ সালের ১৫ wW‡m¤^i তৎকালীন রাষ্ট্রপতির আদেশবলে সিরাজদিখানকে উনড়বীত থানা ঘোষণা করা হয়। পরে সিরাজদিখান উপজেলা হিসেবে রূপান্তরিত হয়।
উপজেলার আয়তন | ঃ ১৮০.১৯ বর্গ কি: মি: |
ইউনিয়নের সংখ্যা | ঃ ১৪টি |
গ্রাম | ঃ ১৭৭টি |
মৌজা | ঃ ১২৪টি |
পৌরসভা | ঃ নেই |
লোক সংখ্যা | ঃ ২,৪৭,৬২৫ জন |
পুরুষ | ঃ ১,২৬,৩৩৯ জন |
মহিলা | ঃ ১,২১,২৮৬ জন |
পরিবার সংখ্যা | ঃ ৩৮,৩৯৪টি |
শিশু মৃত্যুর হার | ঃ ২.২২ জন (প্রতি হাজারে) |
জনসংখ্যা বৃদ্ধির হার | ঃ ৭.৭% |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ঃ ১০৬টি |
ন্বি মাধ্যমিক বিদ্যালয় | ঃ ৪টি |
মাধ্যমিক বিদ্যালয় | ঃ ২১টি |
মহাবিদ্যালয় | ঃ ৪টি |
মাদ্রাসা | ঃ ৯টি |
ভোকেশনাল ইনস্টিটিউশন | ঃ ৪টি |
শিক্ষার হার | ঃ ৫৫% |
সরকারী উপজেলা হাসপাতাল | ঃ ১টি |
শয্যা সংখ্যা | ঃ ৩১টি |
ইউনিয়ন ¯^v¯’¨ কমপে−ক্স | ঃ ১২টি |
কমিউনিটি ক্লিনিক | ঃ ৫টি |
পশু হাসপাতাল | ঃ ১টি |
পাকা রাস্তা | ঃ ৪৮.৫ কি: মি: |
কাঁচা রাস্তা | ঃ ২৬৫ কি: মি: |
নিচু জমির পরিমাণ | ঃ ৪৮০০ একর |
কৃষি জমির পরিমাণ | ঃ ২৯৬০০ একর |
অকৃষি জমির পরিমাণ | ঃ ১৭০০ একর |
খাদ্য গুদাম | ঃ ৩টি |
আশ্রয়ন প্রকল্প/ আবাসন প্রকল্প | ঃ ২টি |
আদর্শ গ্রাম | ঃ ১টি |
পুকুর | ঃ ২৯৭৫টি |
জলমহাল | ঃ ১টি |
খেয়া ঘাট/ নৌকা ঘাট | ঃ ৭টি |
টিউবওয়েল | ঃ ১৯৪৩৭টি |
হাট বাজার | ঃ ২০টি |
ডাকঘর | ঃ ৩৬টি |
ব্যাংক | ঃ ১৪টি |
টেলিফোন গ্রাহক (সংস্থাসহ) | ঃ ২০৫টি |
বিদ্যুতায়িত গ্রাম | ঃ ৮২টি |
রেজিস্টার্ড ক্লাব | ঃ ৬৪টি |
মসজিদ | ঃ ৪২৯টি |
মন্দির | ঃ ৮০টি |
গীর্জা | ঃ ১টি |
সরকারী/ আধা-সরকারী রেস্ট হাউজ | ঃ ১টি |
এনজিও | ঃ ৬টি |
স’ মিল | ঃ ২৫টি |
ইট ভাটা | ঃ ২৫টি |
হিমাগার | ঃ ১০টি |
0 comments:
Post a Comment