সম্প্রতি জাপানের গবেষকরা ইন্টারনেটভিত্তিক একটি ‘কিসিং মেশিন’ বা ‘চুমু যন্ত্র’ উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, নতুন এই যন্ত্রটির মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে চুমুর অনুভূতি সঞ্চারিত করা যাবে। আর ইন্টারনেটভিত্তিক সম্পর্ক তৈরিতে এই মেশিনটি অনুভূতি জাগিয়ে দেবে। কিসিং ডিভাইসটি তৈরি করেছেন জাপানের ইউনিভার্সিটি অব ইলেকট্রোকমিউনিকেশনস-এর কাজিমোটো ল্যাবরেটরির প্রকৌশলীরা। এই ডিভাইসটিতে রয়েছে একটি মুখের ভেতর ব্যবহার করা যায়এমন হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারটি মুখের ভেতর দিলে যন্ত্রটিতে থাকা সফটওয়্যার চুমু দেবার ভঙ্গিমাটি রেকর্ড করবে এবং ইন্টারনেটের মাধ্যমে তা প্রেরণ করবে প্রিয়জনকে। গবেষকরা চুমু যন্ত্রটি ছাড়াও শ্বাস এবং অনুভূতি প্রেরণের অন্যান্য যন্ত্র উদ্ভাবন করার জন্য কাজ করছেন। উদ্ভাবিত কিসিং মেশিনটি বিনোদনের অনুষঙ্গ হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পাবে বলেই আশা করছেন গবেষকরা।




0 comments:
Post a Comment