
এমন হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারটি মুখের ভেতর দিলে যন্ত্রটিতে থাকা সফটওয়্যার চুমু দেবার ভঙ্গিমাটি রেকর্ড করবে এবং ইন্টারনেটের মাধ্যমে তা প্রেরণ করবে প্রিয়জনকে। গবেষকরা চুমু যন্ত্রটি ছাড়াও শ্বাস এবং অনুভূতি প্রেরণের অন্যান্য যন্ত্র উদ্ভাবন করার জন্য কাজ করছেন। উদ্ভাবিত কিসিং মেশিনটি বিনোদনের অনুষঙ্গ হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পাবে বলেই আশা করছেন গবেষকরা।
