চিনের হে পিং পিং ছিলেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। ২৯ ইঞ্চি উচ্চতার এই মানুষটি সম্প্রতি ২১ বছর বয়সে মারা যান ইতালির একটি টিভি এপিসোডে কাজ করার সময়। ওয়েব সার্চে এরপর কম উচ্চতার আর কোনো মানুষের সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ ৯ বছর দীপুকে তত্ত্বাবধানে রেখেছেন ডা. মো. আলম। তিনি জানান, দীপুর ওজন মাত্র সাড়ে ৬ কেজি। শরীরে কোনো ধরনের রোগ নেই। তবে তার শারীরিক বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নেই। দীপুর মা জেসমিন আখতার বলেন, দীপু ৬ মাস বয়স থেকে আর বাড়েনি। তাকে শিশু হাসপাতালসহ বহু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো ফল হয়নি। জন্মের সময় তার ওজন ছিল দেড় পাউন্ড। হরমনজনিত কারণে তার উচ্চতা বাড়েনি বলে চিৎিসকরা জানান। স্কুলের শিক্ষকরা জানান, দীপু ৪-৫ বছরবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। সে মেধাবী। চমৎকার হাতের লেখা। পড়াশোনায়ও ভীষণ মনোযোগী। চলাফেরা ও খেলাধুলা করে স্বাভাবিকভাবেই। সখ্য রয়েছে আশপাশের মানুষের সঙ্গে।
0 comments:
Post a Comment