সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রুশবিদ্ধ হবার একসপ্তাহ পূর্বে যীশুখ্রিস্টের জেরুজালেমে প্রবেশের দিনটি স্মরণে ভ্যাটিকানে পাম স্যাটারডে দিবসটি পালন করা হয়। পাম এবং জলপাই শাখা নাড়িয়ে ভ্যাটিকান সিটিতে এই দিনটি পালন করে দশ হাজারেরও বেশি ক্যাথলিক ধর্মাবলম্বী। এই সমবেত জনতার উদ্দেশ্যেই ৮৪ বছর বয়সী পোপ ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রযুক্তির প্রতি মানুষের বিশ্বাস বিষয়ে এই মন্তব্য করেছেন।
পোপ বেনেডিক্ট আরো বলেছেন, মানুষ এখন উড়তে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারে এমনকি মহাকর্ষ বলও মানুষের পদতলে চলে আসায় মানুষ আরো শক্তিশালী হয়েছে। আর প্রযুক্তির এই অগ্রযাত্রায় বেড়ে গেছে শয়তানী শক্তিও। তাই মানুষের মনে রাখা উচিৎ মানুষ সর্বশক্তিমান নয়।
পোপ আরো বলেছেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ঈশ্বর হওয়ার গর্ব ত্যাগ করতে হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/এপ্রিল ১৮/১১
0 comments:
Post a Comment