বার্তা সংস্থা রয়টার্স জাপানের জিজি নামক বার্তা সংস্থার বরাত দিয়ে জানায়, দিয়াচির (পরমাণু শক্তিতে চালিত বিদ্যুেকন্দ্র) এক নম্বর চুল্লিতে এ বিস্ফোরণ ঘটে। সেটি ৪০ বছরের পুরোনো। টিভি ফুটেজে দেখা গেছে, প্ল্যান্ট থেকে বাষ্প উদগিরণ হচ্ছে। এটি টোকিওর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমায় অবস্থিত। তবে দেশটির পরমাণু নিরাপত্তা সংস্থা বিস্ফোরণের ব্যাপারটি নিশ্চিত করেনি।
জাপানের এনএইচকে টেলিভিশন জানায়, কেন্দ্রটির বাইরের অবকাঠামো দেখে ধারণা করা হচ্ছে, এতে বিস্ফোরণ হয়েছে। এর আগে ওই বিদ্যুেকন্দ্রের পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছিল, প্ল্যান্ট থেকে সামান্য পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে।
গতকাল শুক্রবার জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে আট দশমিক নয় তীব্রতার ভূমিকম্পের পর ৩০ ফুট উচ্চতা ঢেউয়ের সুনামি আঘাত হানে। তথ্য মাধ্যমে বলা হচ্ছে, এতে মৃতের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে বেশির ভাগ লোকই ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
0 comments:
Post a Comment