চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়,
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা।
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়,
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস।
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন।
0 comments:
Post a Comment