আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে, মহাবিশ্বের কোনো কিছুর গতিই আলোর গতির চেয়ে বেশি নয়। তবে গত বছরের সেপ্টেম্বরে পরিচালিত একটি পরীক্ষার পর একদল বিজ্ঞানী ইঙ্গিত দিয়েছিলেন, নিউট্রিনোর গতি আলোর চেয়েও সামান্য বেশি হতে পারে।
ইতালিতে অবস্থিত ভূগর্ভস্থ গ্রান স্যাসো গবেষণাগারে অপেরা গ্রুপের বিজ্ঞানীদের পরিচালিত ওই পরীক্ষার ফল নিয়ে তখন বিভ্রান্তিতে পড়েন পদার্থবিজ্ঞানীরা। প্রশ্ন ওঠে এর যথার্থতা নিয়েও। ঘটনা সত্য হলে পদার্থবিজ্ঞান নিয়ে বিজ্ঞানীদের নতুন করে ভাবতে হবে। প্রতিষ্ঠিত অসংখ্য তত্ত্ব মিথ্যা প্রতিপন্ন হবে। বিজ্ঞানীদের পক্ষ থেকে তখন দাবি ওঠে নতুন করে পরীক্ষা চালানোর।
এ নিয়ে বেশ কয়েকবার পরীক্ষা হয়েছেও। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বিজ্ঞানীরা।
এবারের পরীক্ষাটি পরিচালনা করেন একই গবেষণাগারের ইকারুস গ্রুপের বিজ্ঞানীরা। এতে ছোটখাটো ত্রুটি থাকলেও নিউট্রিনোর গতি ও আলোর গতি সমান দেখা গেছে বলে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন।
ইকারুসের সহযোগী মুখপাত্র স্যান্দ্রো সেন্ত্রো এ বিষয়ে বলেন, আলোর গতির বিষয়ে স্কুলে যে রকমটি শেখা হয়েছে, তার সঙ্গে সম্পূর্ণভাবে এর মিল রয়েছে। বিবিসি।
0 comments:
Post a Comment