শুক্রবার সকালটা অবশ্য ঝামেলা দিয়েই শুরু হয়েছিল। মার্কিন সেনার গুলিতে ১৬ জন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কথা বলেন।
এর পরই বেরিয়ে পড়েন নির্বাচনী তহবিল জোগাড়ের অভিযানে। চলে যান ইলিনয়ের শিকাগোতে। সেখানে চার ঘণ্টার প্রচেষ্টায় ২১ লাখ ডলারের তহবিল জোগাড় করেন তিনি। ওবামা দলীয় ৬০০ সমর্থকের উদ্দেশে একটি উৎসাহব্যঞ্জক ভাষণ দেন। তাঁরা প্রত্যেকে আড়াই হাজার ডলার করে দেন। এরপর তিনি একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে অংশগ্রহণকারী ৬০ জনের প্রত্যেকে তহবিলে ১০ হাজার ডলার করে দেন।
ওবামা পরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় তহবিল সংগ্রহে যান। সেখানে মোট তিনটি স্থানে মোট পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন তিনি। প্রথমটিতে টিকিটের মূল্য ছিল এক হাজার ডলার। এরপর এক হাজার সমর্থকের একটি অনুষ্ঠানে যোগ দেন, যেখানে টিকিটের মূল্য ছিল ২৫০ ও ৫০০ ডলার।
সবশেষে ওবামা আফ্রিকান-আমেরিকান অভিনেতা ও প্রযোজক টেইলর পেরি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ছিলেন ডেমোক্র্যাট সমর্থক ও জনপ্রিয় টক শো উপস্থাপক অপরাহ্ উইনফ্রেসহ ৪০ জন অতিথি। প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টা সময় কাটানোর বিনিময়ে তিনি নির্বাচনী তহবিলে দেন ৩৫ হাজার ৮০০ ডলার।
নির্বাচনী প্রচারাভিযানকারীদের মতে, শুক্রবার মোট ৪৮ লাখ ডলারের তহবিল সংগৃহীত হয়েছে। তবে প্রকৃতপক্ষে পরিমাণটা ৫০ লাখেরও বেশি বলে জানা গেছে।
সব মিলিয়ে ওবামা এরই মধ্যে ১৪ কোটি ডলার সংগ্রহ করেছেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে মোকাবিলার জন্য। ২০০৮ সালের নির্বাচনের জন্য তিনি ৭০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এবার ৭০ কোটি ডলারের বেশি তহবিল খুব সহজেই জোগাড় করতে সক্ষম হবেন তিনি। তবে ১০০ কোটি ডলারের যে লক্ষ্যমাত্রা এবার নির্ধারণ করা হয়েছে, তা টপকানো হয়তো অনেকটা কঠিন হবে। এএফপি।
0 comments:
Post a Comment