সিরিয়ার গৃহযুদ্ধ:
বছরজুড়েই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিল সিরিয়ার গৃহযুদ্ধ। ২০১১ সালের ‘আরব বসন্তে’র হাওয়ায় সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলন এবছর ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। গৃহযুদ্ধের সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন ও তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হয়।
২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়ার পর তা থামাতে প্রেসিডেন্ট বাশার ও বিদ্রোহী পক্ষের সঙ্গে পৃথকভাবে কয়েক দফা বৈঠক করে জাতিসংঘ ও আরব লিগের প্রতিনিধিরা।সংঘাত থামাতে ব্যর্থ হয়ে অগাস্ট মাসে সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের বিশেষ প্রতিনিধির পদ থেকে সরে দাঁড়ান সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনান। তার স্থলে নিযুক্ত হন আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক লাখদার ব্রাহিমি।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত:
নভেম্বর মাসের শুরুর দিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের হামাস গ্রুপের এক নেতা নিহত হলে গাজা সীমান্তে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হয়। ইসরায়েলের জল, স্থল ও বিমান হামলার বিপরীতে হামাসের রকেট হামলা চলে টানা আট দিন। নভেম্বরের শেষদিকে মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। আটদিনের সংঘাতে ৩৭ শিশুসহ ১৬২ জন ফিলিস্তিনি ও ৫ ইসরায়েলি নিহত হয়।
এর কিছুদিন পরেই জাতিসংঘের ‘পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত হয় ফিলিস্তিন।
ফিলিস্তিনের জাতিসংঘের ‘রাষ্ট্রের স্বীকৃতি’ লাভ:
নভেম্বরের শেষে ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতির দাবির প্রতি বিপুল সমর্থন জানিয়ে ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র করে নেয়ার পক্ষে রায় দেয় সদস্য দেশগুলো। এর আগে ফিলিস্তিন ‘পর্যবেক্ষক অঞ্চল’ হিসেবে এই বিশ্ব ফোরামের অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পেত। পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ায় ফিলিস্তিনের প্রতিনিধি সাধারণ অধিবেশনের বিতর্কে অংশ নিতে পারবেন। ফিলিস্তিনের সীমানার দাবিও এক ধরনের স্বীকৃতি পাবে।
মিয়ানমারের জাতিগত ও সাম্প্রদায়িক সংঘাত:
২০১২ সালের মে মাসে মিয়ানমারের রাখাইনে এক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর জুনে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় কয়েক হাজার মানুষ। অক্টোবরের শেষ দিকে দ্বিতীয় দফায় সহিংসতার ঘটনা ঘটে।
দাঙ্গার পর মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও গ্রেপ্তার করে বলে অভিযোগ করে কিছু মানবাধিকার সংস্থা। এসব অভিযোগ অস্বীকার করে সহিংসতা প্রশমনে ‘সর্বোচ্চ নিয়ন্ত্রণ’র চেষ্টা করা হয়েছে বলে দাবি করে মিয়ানমার সরকার।
মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা:
পাকিস্তানে তালেবান বাহিনী নারীশিক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তার প্রতিবাদ করে লেখালেখি শুরু করে ১৫ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাই। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় চলতি বছরের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ধীরে ধীরে সুস্থ্ হয়ে উঠছেন।
এরপর আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ হয়ে ওঠা মালালা মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিনের শীর্ষ শত চিন্তাবিদের তালিকার ৬ষ্ঠ স্থানে ছিলেন। এছাড়া যুক্তরাজ্যের কয়েক হাজার নাগরিক তাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য আবেদনে স্বাক্ষর করেন।এই দাবি ফ্রান্সের পার্লামেন্টেও পাস হয়।
বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা:
ইসলাম ধর্মকে অবমাননা করে কথিত চলচ্চিত্র নির্মাণ করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ার ও পেন্টগনে হামলার ১১ বছর পূর্তির দিনটিতে মিশরের কায়রো ও লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালায় ‘বিক্ষুব্ধ জনতা’। দূতাবাস ভবনে আগুনও ধরিয়ে দেয়া হয়। বেনগাজির হামলায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন মার্কিন নাগরিক নিহত হন।
পরবর্তী সময়ে এ হামলার সঙ্গে ৯/১১ হামলায় জঙ্গি সংশ্লিষ্টতার খবর প্রকাশ পেলে এ নিয়ে বেকায়দায় পড়ে যায় যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে এ তথ্য প্রকাশিত হওয়ায় বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাওয়াও বেশ খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছিল।
নির্বাচনের বছর
এবছর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা বেশ কয়েকটি দেশের সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরছেন বলে অধিকাংশ বিশ্লেষক পূর্বাভাস দিলেও প্রচারণার শেষ পর্যায়ে এসে রিপাবলিকান প্রার্থী মিট রমনি জনপ্রিয়তায় ওবামার প্রায় সমান অবস্থান তৈরি করে নেন। ফলে নির্বাচনে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ছিলো বেশ উত্তেজনাপূর্ণ। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা।
চীনের নেতৃত্ব বদল: সমাজতন্ত্রী এ দেশটির কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয় এ বছর। এতে চীনের কমিউনিস্ট পার্টির নতুন প্রধান হিসাবে নির্বাচিত হয়ে বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরী হন শি জিংপিং। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন লি কুহচিয়াং, যিনি উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী এক দশক তাদের নেতৃত্বে পরিচালিত হবে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশ।
মিশরের প্রথম গণতান্ত্রিক নির্বাচন: আরব বসন্তের হাওয়ায় তিন দশক ধরে মিশর শাসন করা হোসনি মুবারকের পতনের ১৫ মাস পর মে মাসে অনুষ্ঠিত হয় মিশরের প্রথম গণতান্ত্রিক নির্বাচন। দেশটির ৫ হাজার বছরের লিপিবদ্ধ ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির জনসাধারণ তাদের পছন্দমতো একজন রাষ্ট্র ও সরকার প্রধান নির্বাচনের সুযোগ পায়। এ নির্বাচনে ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট: বছরের শেষদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির সাবেক সেনাশাসক পার্ক চাং হির মেয়ে ও ক্ষমতাসীন দলের প্রার্থী পার্ক জিউন-হাই। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের ধ্বংসলীলা থেকে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন জিউন-হাই এর বাবা চাং হি। চাংয়ের সেই অবদানের স্মরণেই অনেকে এবারের নির্বাচনে দেশটির জনগণ ভরসা নিয়ে ভোট দেয় তার মেয়েকে।
জাপান: জাপানে গত ছয় বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা শিনজো অ্যাবে। পাঁচ বছর আগেও আরেকবার জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।
মেক্সিকো: দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টির (পিআরআই)প্রার্থী এনরিক পিনা নিয়েতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। ২০০০ সালে নির্বাচনে পরাজিত হওয়ার আগে ৭১ বছর মেক্সিকো শাসন করেছিল পিআরআই। কিন্তু মাদক গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রতার অভিযোগে দলটির জনভিত্তিতে ধস নামে। নতুন মুখ পিনা নিয়েতো দলটির ওই নেতিবাচক ভাবমূর্তি ঘুচিয়ে আবার ক্ষমতায় ফিরিয়ে আনলেন।
ভেনেজুয়েলা: অক্টোবরে চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী নেতা হুগো শ্যাভেজ। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে টানা বিজয়ী শ্যাভেজকে হারাতে এবার ৩০টি বিরোধী দল একজোট হয়েছিল। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তার নিজস্ব রীতির ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ আরো বেগবান করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও জেতা জরুরী বলে মনে করছিলেন ৫৮ বছর বয়সী এ নেতা।
চলতি বছর শ্যাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে। বন্ধু রাষ্ট্র কিউবায় চিকিৎসা শেষে তিনি আবার রাজনীতির ময়দানে ফিরে আসেন এবং নির্বাচনে জয়ী হন। তবে বছরের শেষ প্রান্তে এসে তার ক্যান্সার আবারো ছড়িয়ে পড়ায় ডিসেম্বরে চতুর্থবারের মতো ক্যান্সার চিকিৎসায় অস্ত্রেপচার করা হয় শ্যাভেজের। আর এ ঘটনায় নতুন বছরের জানুয়ারিতে আরেক মেয়াদে তার দায়িত্ব গ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
হামলা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের বছর
এ বছরের শুরুতেই ইতালির তাস্কান ঊপকূলের গিগলিও দ্বীপের কাছে ৪২০০ যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়ে প্রমোদতরী ‘কোস্তা কনকর্ডিয়া’। এতে অন্তত ৩২ যাত্রী নিহত হয়। তীরের বেশি কাছাকাছি চলে যাওয়ায় জাহাজের তলদেশে পাথরের আঘাত লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি চলচ্চিত্রের উদ্বোধনী দিনে সিনেমা হলের ভিতরে এক বন্দুকধারীর আকস্মিক হামলায় ১২ জন নিহত হয়। বছরের শেষে কানেটিকাটের একটি এলিমেন্টারি স্কুলে ঢুকে এক বন্দুকধারী ২০ শিশুসহ ২৮ জনকে হত্যা করে। এসব ঘটনার পরে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিউইয়র্কে ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডব: অক্টোবর মাসের শেষে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে অন্তত ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়ে, বিদ্যুৎ বিতরণ ও যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড করে দেয় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি নিয়ে তাণ্ডব চালিয়েছে স্যান্ডি। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে নিউইয়র্ক রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেবল এ রাজ্যেই নিহত হয় ১৮ জন। দুর্যোগ কবলিত ১৩টি রাজ্যে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কাটাতে হয় অন্তত ৮০ লাখ মানুষকে।
ফিলিপাইনে বোপার তাণ্ডব: বছরের শেষদিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে শক্তিশালী ক্রান্তীয় টাইফুন বোপার আঘাতে হাজারখানেক মানুষ নিহত হয়। গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ছিল এটি।
ইউরো জোনে অর্থনৈতিক সঙ্কট
২০১১ সালে ইউরোপ জুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলার পর ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর দেশগুলোকে বাঁচাতে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো এগিয়ে আসলেও ২০১২ সালেও সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি ইউরো জোনের বেশিরভাগ দেশ। গ্রিস, স্পেন ও ইতালিতে বেকারত্ব সমস্যার কারণে বিক্ষোভ চলেছে প্রায় পুরোটা বছর জুড়েই।
এদিকে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো আন্তর্জাতিক ব্যাংকগুলোকে অবৈধভাবে অর্থ চালানের দায়ে বিশাল অংকের জরিমানা গুনতে হয়।
দক্ষিণ আফ্রিকায় খনি আন্দোলন
দেশটির ম্যারিকানা এলাকায় একটি প্লাটিনাম খনিতে ধর্মঘট শুরু করায় বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অন্তত ৩৪ শ্রমিক নিহত হয়। এতে পুরো দেশজুড়ে খনিশিল্পে অস্থিরতা দেখা দেয় এবং দেশটির অর্থনীতিতে এ ঘটনার বড় ধরনের প্রভাব পড়ে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ পরবর্তীকালে সবচেয়ে বড়ো সংকট বলে মনে করা হচ্ছে এ ঘটনাকে।
উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া এবছর দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যে তাদের এ উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানায় দেশটি। তবে পশ্চিমা দেশগুলো বলছে, কৃত্রিম উপগ্রহ নয়, বরং দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোই ছিল রকেট উৎক্ষেপণের মূল উদেশ্য।
ভারতে গণধর্ষণের প্রতিবাদে আন্দোলন
বছরের শেষভাগে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্য আরো ছিল ভারতের দিল্লিতে বাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ। দিল্লির রাষ্ট্রপতি ভবনের আশেপাশের এলাকায় বিক্ষোভরত কয়েক হাজার মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়।
অর্জন:
বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় বড় কয়েকটি অর্জনের বছর ছিল এটি।
চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরি সম্পন্ন: চাঁদের মাটির নিচে কি আছে তা অনুসন্ধানের জন্য এক বছর ধরে চালানো সফল গবেষণা শেষ হয় এ বছর। এরপর সেখানে পাঠানো দুটি ছোট স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক অনুসন্ধান মহাকাশযান ধ্বংস করার সিদ্ধান্ত নেয় নাসা। গবেষণাগারের সুবিধা সম্পন্ন ওই দুটি যমজ মহাকর্ষ অনুসন্ধান যন্ত্র বা “গ্রাইল” (গ্র্যাভিটি রিকভারি এন্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি) মহাকাশযান চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির জন্য গত এক বছর ধরে উপগ্রহটির খুব কাছকাছি ঘুরপাক খেয়েছে। ২০১২ সালের ১৭ ডিসেম্বর চাঁদের উত্তর মেরুর পার্বত্য এলাকায় ওই দুটি গ্রাইল আত্মঘাতী ঝাঁপ দিয়ে নিজেদের ধ্বংস করে।
প্রথম বেসরকারি রকেট: ২০১২ সালের ৭ অক্টোবর প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়ে মাল সরবরাহ করে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে বেসরকারি কোম্পানি স্পেস এক্স নির্মিত ‘ড্রাগন’ ক্যাপসুল। ১৮ দিন মহাশূন্যে অবস্থানের পরে ২৮ অক্টোবর আবার পৃথিবীতে ফিরে আসে এটি।
এ বছর বিশ্বের সবচেয়ে দামী বিজ্ঞান পুরস্কারে ভূষিত হন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ও বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণাগার সার্ন। ব্ল্যাকহোল বিকিরণ নিয়ে কাজের জন্য হকিং এবং হিগস-বোসন সংক্রান্ত গবেষণার জন্য সার্ন এই পুরস্কার পেয়েছে। রাশিয়ার মিলনার ফাউন্ডেশন এই পুরস্কার ঘোষণা করে। ‘ফান্ডামেন্টাল ফিজিক্সপ্রাইজ’ নামের এই পুরস্কারের অর্থমূল্য ৩০ লাখ ডলার।
অলিম্পিকের আসর: জুনে অলিম্পিক গেমসের ৩০তম আসর বসে লন্ডনে। এ শহরটিতে তৃতীয় বারের মতো বসেছিল এ আসর। দূষণমুক্ত গাড়িসহ পরিবেশবান্ধব নানা উপাদান ব্যবহার করায় এবারের অলিম্পিকই এখন পর্যন্ত অনুষ্ঠিত অলিম্পিকগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে পরিবেশবান্ধব ছিল বলে জানায় আয়োজকরা।
অন্যান্য:
বিনোদনের জগতেও এবছর অপূর্ব এক ঘটনা ঘটে অস্কার পুরস্কারের আসরে। সবাক যুগের নির্বাক চলচ্চিত্র ‘দ্য আর্টিস্ট’র সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতে নেয়ায় চুরাশিতম আসরে অস্কার যেন ফিরে গেল তার প্রথম আসরে, ফিরিয়ে আনল নির্বাক চলচ্চিত্র যুগের সৌন্দর্যের ছটা।
এবছর যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৬০তম পূর্তিও পালিত হয়। ২০১১ সালে রাজকীয় বিয়ের পর যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনের সংসারে নতুন অতিথির আগমণের বার্তাও জানা গেছে এবছর।
এছাড়া সারা পৃথিবী জুড়ে নানা গুজব ও ‘পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার’ অদ্ভুত ধারণার অবসান ঘটিয়ে মেক্সিকোর ইউকাতান প্রদেশে অন্তত দুই লাখ পর্যটকের উপস্থিতিতে এক উৎসবের মধ্য দিয়ে শেষ হয় প্রাচীন মায়া সভ্যতার ৫ হাজার ১২৫ বছরের বর্ষপঞ্জি।
২০১২ সালের ১১ ডিসেম্বর চিরবিদায় নেন বিশ্বখ্যাত ভারতীয় সেতারবাদক ও সুরকার পণ্ডিত রবিশঙ্কর। ভারতীয় সংগীতকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়া এ সংগীতজ্ঞ যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৪৪ ঘ.
0 comments:
Post a Comment