গতকাল শনিবার দুপুরে সেটিকে চুয়াডাঙ্গা শহরের শিশুস্বর্গ নামের একটি বেসরকারি পার্কের মিনি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
দিগড়ীর বিলের দুই পাহারাদার সিরাজুল ইসলাম (৩৭) ও শাহ জাহান (৪৭) জানান, কয়েক দিন ধরে বিলের ধারে মরা মাছ ও আধাখাওয়া মাছ পড়ে থাকতে দেখে তাঁদের কৌতূহল হয়। একপর্যায়ে শুক্রবার রাত ১১টার দিকে মাছ খাওয়ার শব্দ পেয়ে দুজন মিলে মেছো বাঘটিকে কৌশলে আটক করেন। আটকের পর এটিকে একটি খাঁচায় বন্দী করে রাখা হয়।
গতকাল শনিবার সকালে খবর পেয়ে গ্রামের উৎসুক মানুষ বাঘটিকে দেখতে ভিড় জমায়। অনেকেই বাঘটিকে মেরে ফেলার উদ্যোগ নিয়ে পেটানো শুরু করলে তাতে বাদ সাধে কামরুজ্জামান (২৫) নামের এক কলেজছাত্র। দেহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা জেসমিন মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা দিতে চুয়াডাঙ্গায় নেওয়ার পরামর্শ দেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম জানান, আটক মেছো বাঘটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ভোলানাথ দে বলেন, বন বিভাগের মাধ্যমে মেছো বাঘটিকে বনের পরিবেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
0 comments:
Post a Comment