ওডেস্ক জানিয়েছে, ফ্রিল্যান্সারদের ধন্যবাদ জানাতে এ ধরনের আয়োজনের সিরিজ চালু করেছে তারা। এর নাম দেয়া হয়েছে ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’। এতে ওডেস্ক বিশেষজ্ঞদের পাশাপাশি প্রোফাইল ছবি তুলে দেয়ার জন্য পেশাদার ফটোগ্রাফার এবং সাধারণ ওডেস্ক ব্যবহারকারীরা থাকবেন।
জানা গেছে, কোন কোন শহরে ওডেস্ক আসবে তা ঠিক করতেই সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকে ওডেস্কের পেজে এই ভোটাভুটির ব্যবস্থা রয়েছে। শনিবার বিকেলের হিসেব অনুযায়ী, এই তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে শীর্ষস্থানে আছে ঢাকা। অন্যান্য শীর্ষ পাঁচটি শহরের মধ্যে রয়েছে ম্যানিলা, লাহোর, ইলিগান এবং অস্টিন।
আগামী ১৬ মার্চ পর্যন্ত নিচের ঠিকানায় ভোট দেয়া যাবে। নির্বাচিত শহরের নাম মার্চের ২০ তারিখে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ওডেস্ক।
ভোটাভুটির জন্য ওডেস্কের ফেইসবুক পেইজের লিংকটি হচ্ছে-
https://www.facebook.com/odesk?sk=app_120199061442071
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment