পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উড়ন্ত বেলুনটি মাটিতে অবতরণের সময় একটি বিদ্যুতের লাইনের সাথে আটকে গেলে তাতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়।
দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে ৫০ মাইল উত্তরে ওয়াইরারাপা অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অঞ্চলটি বেলুনে ভ্রমণপিয়াসীদের জন্য জনপ্রিয়।
বেলুনটিতে পাঁচ জোড়া নরনারী ও একজন চালক ছিলেন। তাদের সবাই দুর্ঘটনায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ডেভিড ম্যাককিনলে বলেন, “এটি গাছগাছালি থেকে কিছুটা ওপরে ছিল। দেখে মনে হচ্ছিল বেলুনটিকে আরো ওপরে তোলার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মাত্র ১০ মিনিটের ব্যবধানে সবকিছু ঘটে গেল। বেলুনটিতে আগুন ধরে যায়। আর তখন সেটি রকেটের গতিতে মাটিতে এসে আছড়ে পড়ে।”
নিউজিল্যান্ডের পরিবহন দুর্ঘটনা তদন্তকারী কমিশন জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক ছিল। সামান্য বাতাস ছিল। এ ব্যাপারে কমিশন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
১৯৭৯ সালে নিউজিল্যান্ডে এমটি এয়ারবাস দুর্ঘটনায় ২৫৭ জনের প্রাণহানি হয়। এরপর এটাই নিউজিল্যান্ডের আকাশপথের সবচেয়ে বাজে দুর্ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment