নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন নয়নাভিরাম শেডের জ্বলজ্বলে এ হীরার ওজন ১১০ ক্যারেট।
বিশ্বখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি এ হীরা নিলামে তুলছে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগামীকাল হীরাটির নিলাম হবে।
হীরাটির দাম এক কোটি ১০ লাখ ডলার থেকে এক কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে ধারণা করছে সদবি।
সুইজারল্যান্ড সদবির কো-চেয়ারম্যান ডেভিড বেনেট বলেন, ‘গত বছর জেনেভায় এ সময়ে আমরা চার কোটি ৬০ লাখ ডলারে একটি হীরা বিক্রি করেছিলাম। জেনেভায় বিরল রঙের গুরুত্বপূর্ণ হীরা কেনার লোক রয়েছে। আর এটিও অন্যতম বিরল রঙের হীরা।
সূর্যবিন্দু নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়।
১০০ ক্যারেটের বেশি ওজনের হীরা দুষ্প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরার বিশেষ হলুদ রং একে আরও অনন্য করে তুলেছে। রয়টার্স।
0 comments:
Post a Comment