গত সেপ্টেম্বরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান ৮০ বছর বয়সী আবদুল কালাম। ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার পথে জন এফ কেনেডি বিমানবন্দরে দুই দফায় তাঁর দেহ তল্লাশি করা হয়।
বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নিরুপমা রাওয়ের সঙ্গে কথা বলেন। তিনি নিরুপমাকে বিষয়টি ওয়াশিংটনের ‘সর্বোচ্চ পর্যায়ে’ অবহিত করার নির্দেশ দেন।
একটি সূত্র জানায়, প্রথম দফা তল্লাশি শেষে আবদুল কালাম বিমানে তাঁর নির্দিষ্ট আসনে বসেন। এর কিছুক্ষণের মধ্যে নিরাপত্তাকর্মীরা বিমানে উঠে আবারও তাঁর দেহ তল্লাশি করেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁদের অবস্থানে অটল থাকেন। সূত্রটি আরও জানায়, এ সময় আবদুল কালাম কোনো প্রতিবাদ করেননি। নিরাপত্তা কর্মকর্তারা আবদুল কালামের জ্যাকেট ও জুতা খুলে নিয়ে তাতে বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা করে দেখেন। পরে এগুলো ফেরত দেওয়া হয়।
আবদুল কালামের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে সাবেক এই রাষ্ট্রপতি ভাবিত নন এবং তিনি কোথাও অভিযোগ করেননি। তবে তিনি দেশে ফেরার পর তাঁর কার্যালয় থেকে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এএফপি।
0 comments:
Post a Comment