ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজ-এর গবেষকরা জানিয়েছেন, সৌরজগতে প্লুটোর মতো শীতল অন্যান্য স্থানেও ভূপৃষ্ঠের নীচে সাগর থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে জীবনধারণের অনুকূল পরিবেশও থাকা অসম্ভব কিছু নয়।
গবেষক গুলিয়াম রবোকোন এবং ফ্রান্সিস নিমো হিসেব করে দেখিয়েছেন প্লুটোর সাগর আছে এটা দুটো বিষয়েই প্রমাণ হয়। একটি হচ্ছে প্লুটোর পাথরে থাকা তেজস্ক্রিয় পটাশিয়াম এবং ঢেকে রাখা বরফের পুরুত্ব।
ঘনত্ব বিবেচনা করে দেখা গেছে এ বামন গ্রহটির ৪০ ভাগ পূর্ণ করে রেখেছে পাথর। আর এ ঘনত্বের পাথরে যদি প্রতি বিলিয়নে ৭৫ ভাগ পটাশিয়াম থাকে তবে তেজস্ক্রিয় ক্ষয় এবং এ প্রক্রিয়ার উৎপন্ন তাপে বরফ গলবে এবং নাইট্রোজেন ও পানি তৈরি হবে।
এদিকে, ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম ম্যাককিনন জানিয়েছেন, যে পরিমাণ পটাশিয়াম থাকলে সাগর তৈরি হওয়া সম্ভব সে পরিমাণ পটাশিয়াম বা তারও বেশি প্লুটোতে রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment