৬ টন ওজনের আপার অ্যাটমসফিয়ার রিসার্চ স্যাটেলাইট (ইউএআরএস) নামের এ কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর বুকে আসতে আসতে ২৬ খণ্ডে বিভক্ত হয়ে যাবে বলেই নাসার গবেষকরা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভারি টুকরোর ওজন ৩৫০ পাউন্ডের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষকরা বলছেন, বায়ুমণ্ডলে প্রবেশের পর এসব খন্ডের অধিকাংশই পুড়ে নিঃশেষ হয়ে যাবে। এটি মাথায় পড়ার ঝুঁকিতে রয়েছেন প্রতি ৩,২০০ জনের মধ্যে একজন। বলাবাহুল্য, এর আগে মহাকাশ থেকে অকেজো যন্ত্রপাতি কারো মাথায় কখনোই পড়েনি বলে জানিয়েছে নাসা।
৫৭ ডিগ্রি উত্তর এবং ৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেকোনো স্থানেই এটি পড়তে পারে বলেই নাসার গবেষকদের মত।
অ্যান্টার্টটিকা ব্যতীত পৃথিবীর সব এলাকাতেই স্যাটেলাইট টুকরো এসে পড়তে পারে। নাসা আগামী সপ্তাহের শুরুর দিকেই এ ব্যাপারে আরও বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।
এ ঘটনায় আতংকিত না হতেই গবেষকরা পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment