গবেষকরা অজৈব রাসায়নিক কোষ তৈরি করছেন। এ কোষের নাম হবে ‘আইসেলস’।
অন্যান্য জৈব কোষের মতোই এ কোষ কাজ করতে পারে। এ কোষ তৈরির প্রথম ধাপ সম্পন্ন করেছেন প্রফেসর লি করনিন এবং তার গবেষকদল।
গবেষকদের মতে, তাদের তৈরি অজৈব কোষটির মধ্যে কয়েকটি রাসায়ানিক প্রক্রিয়া সম্পাদিত হয়। এটি কয়েকটি মেমব্রেন বা পর্দার মাধ্যমে আলাদা করা যায় এবং উপাদানের প্যাসেজগুলোর মধ্যে শক্তি উৎপাদিত হয়। কোষটি বিদ্যুৎ ধরে রাখে এবং শক্তি উৎপাদন করতে পারে। এ কোষটি নিজেই নিজের রেপ্লিকা তৈরি করতে পারে এবং জৈব কোষের মতোই বিবর্তনশীল।
প্রযুক্তির বিভিন্ন সেন্সর থেকে শুরু করে রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট করা পর্যন্ত এ কোষটিকে যেকোনো কাজেই ব্যবহার করা যাবে। ।
প্রফেসর করনিন জানিয়েছেন, ‘বর্তমানে বিবর্তন প্রক্রিয়ার তত্ত্বটি আসলেই বিশেষ একটি তত্ত্ব যা কেবল জৈব প্রাণেই সীমাবদ্ধ আর তাদের দলটি যদি অজৈব প্রাণ তৈরিতে সাফল্য পান তবে বিবর্তনের ভিন্ন একটি সংজ্ঞা দাঁড়াবে।’
এ বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Angewandte Chemie সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment