এই শিল্পীর নাম মায়া পিক্সেলসকায়া (২৬)। তাঁর প্রিয় সিনেমার তালিকায় আছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত সত্তর দশকের ভৌতিক ছবি জোস ও ২০০১ সালে মুক্তি পাওয়া জ্যাঁ পিয়েরে পরিচালিত প্রেমের ছবি অ্যামিলি। এ ছাড়া তাঁর প্রিয় ছবির তালিকায় আছে দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস, দ্য উইকার ম্যান ও দ্য সেভেন ইয়ার ইচ্।
মায়া তাঁর নখের ক্যানভাসে এসব ছবির বিভিন্ন দৃশ্য ও চরিত্রের প্রতিকৃতি এঁকেছেন। তুলির আঁচড়ে নখে তুলেছেন মাঙ্কি আইল্যান্ড ও ডুম-এর মতো প্রিয় ভিডিও গেমসের ছবিও।
মায়া বলেছেন, ‘আমি ভিডিও গেম পছন্দ করি। শিল্পের প্রতিও আছে দুর্বলতা। তাই এ দুটির সংমিশ্রণে আমি এক অনন্য শিল্প সৃষ্টি করেছি।’
বিশ্ববিদ্যালয়পড়ুয়া মাদ্রিদের বাসিন্দা মায়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও পরীক্ষা নিয়ে তিনি যখন বিরক্ত হয়ে পড়েন, তখনই এই শিল্পের কাজ করেন। ঘরে বসে নখে সিনেমার চরিত্রের ছোট ছোট প্রতিকৃতি আঁকেন। এতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এ জন্য অনেক সময় তিনি সন্ধ্যায় ঘুরতে বাইরে পর্যন্ত যেতে পারেন না। অরেঞ্জ অনলাইন।
0 comments:
Post a Comment