শীতে সাধারণ স্বাস্থ্য সচেতনতা
- নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, ক্রমাগত হাঁচি, গলা ব্যথা, খেতে কষ্ট হওয়া, শুকনো কাশি, মাথাব্যথা, পুরো শরীরে ব্যথা।
- ঘুম থেকে উঠেই কোনো গরম পোশাক ছাড়া বারান্দায় বা বাইরে যাবেন না।
- ঠান্ডা পানি না খেয়ে হালকা গরম পানি খেতে পারেন।
- খুব ভোরে বা সন্ধেবেলা হালকা চাদর গায়ে দিন বা মোটা পোশাক পরুন।
- বাড়িতে চটি পরে থাকুন।
- হালকা গরমপানিতে গোসল করুন।
- হালকা গরমপানিতে লবণ কিংবা চায়ের লিকার দিয়ে গার্গল করুন।
লেখকঃ ডা· গৌতম দাশগুপ্ত
0 comments:
Post a Comment