দেশ | বার/তারিখ/দিবস | |
নরওয়ে | ফেব্রুয়ারীর দ্বিতীয় রবিবার | |
জর্জিয়া | মার্চ মাসের ৩ তারিখ | |
আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বেলানুস, বসনিয়া ও হার্জেগোভিনিয়া, বুলগেরিয়া, কাজাকাস্তান, লাওস, মেসিডোনিয়া, মোল্ডোভা, মন্টিনিগ্রো, রোমানিয়া, সার্বিয়া, ইউক্রেন, ভিয়েতনাম | মার্চ মাসের ৮ তারিখ | |
আয়ারল্যান্ড, নাইজেরিয়া, আমেরিকা | চতুর্থ রবিবার (খ্রিস্টানদের ৪০তম পর্ব দিন) | |
বাহরাইন, ইজিপ্ট, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, প্যালেস্টাইন, ইসরাইল, সৌদি আরব, সুদান, সিরিয়া, আরব আমিরাত, ইয়েমেন, ইরাক, লিবিয়া | মার্চ মাসের ২১ তারিখ | |
স্লোভেনিয়া | মার্চ মাসের ২৫ তারিখ | |
আর্মেনিয়া | এপ্রিল ৭ তারিখ | |
হাঙ্গেরি, মোজাম্বিক, পর্তুগাল, স্পেন, লিথুনিয়া | মে মাসের প্রথম রবিবার | |
দক্ষিণ কোরিয়া | মে মাসের ৮ তারিখ | |
ইআই, সালভেদর, গুয়েতামালা, মেক্সিকো | মে মাসের ১০ তারিখ | |
এ্ঙ্গোলা, আলবেনিয়া, আরুবা, কানাডা, চিলি, চিন, ক্রোয়েশিয়া, ডমিনিকা, ইকুয়েডর, ইথিউপিয়া, ফিজি, ফিনল্যান্ড, ইটালী, জার্মানী, জাপান, বাংলাদেশ, লাটভিয়া, ইস্তোনিয়া, লিচেস্তেন, ফিলিপাইন, পুর্তো, রিকো, সেইন্ট, সুইজারল্যান্ড, তানজানিয়া, তাইওয়ান, টঙ্গু,অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাম, সাইপ্রাস, ডেনমার্ক, কিউবা, ঘানা, ক্রোয়েশিয়া, গ্রীস, হন্ডরাস, গায়ানা, মায়ানমার, নেদারল্যান্ড, মাল্টা, মালয়শিয়া, ম্যাকাও, কিটস এন্ড নেভিস, গ্রীনল্যান্ড, উগান্ডা, ইউক্রেন, তুর্কি, ত্রিনিদাদ এন্ড টোবাকো, বার্বাডোস, আইসল্যান্ড, হংকং, নিউজিল্যান্ড, বেলজিয়াম, বারমুডা, পাপুয়া নিউগিনি, উরুগুয়ে, যুক্তরাষ্ট, সিংগাপুর, আইসল্যান্ড, ভারত, পাকিস্তান, পেরু, স্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকা, ভেনিজুয়েলা, জাম্বিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ব্রাজিল, বুনেই, বুলগেরিয়া, বুনেয়ার, সুরিনেম | মে মাসের দ্বিতীয় রবিবার | |
প্যারাগুয়ে | মে মাসের ১৫ তারিখ | |
পোল্যান্ড | মে মাসের ২৬ তারিখ | |
বলিভিয়া | মে মাসের ২৭ তারিখ | |
আলজেরিয়া, ডমিনিকা রিপাবলিক, ফ্রান্স, হাইতি, মরক্কো, সুইডেন, তিউনিসিয়া | মে মাসের শেষ রবিবার | |
নিকারগুয়া | মে মাসের ৩০ তারিখ | |
মঙ্গোলিয়া | জুন মাসের ১ তারিখ | |
লুক্সেমবার্গ | জুন মাসের দ্বিতীয় রবিবার | |
কেনিয়া | জুন মাসের শেষ রবিবার | |
থাইল্যান্ড | আগস্ট মাসের ১২ তারিখ | |
কোস্টারিকা | আগস্ট মাসের ১৫ তারিখ | |
মালাউ | অক্টোবরের দ্বিতীয় সোমবার | |
বেলুস | অক্টোবরের ১৪ তারিখ | |
আর্জেন্টিনা | অক্টোবরের তৃতীয় সোমবার | |
রাশিয়া | নভেম্বরের শেষ রবিবার | |
পানামা | ডিসেম্বরের ৮ তারিখ | |
ইন্দোনেশিয়া | ডিসেম্বরের ২২ তারিখ |
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
World Mother's Day, বিশ্ব মা দিবস
বিশ্ব মা দিবস
মা, একটি মধুর শব্দ। মা’ কথাটি শুনলেই মমতাময়ী কোন নারীর ছবি চোখে আবছায়ে ভেসে উঠে। পৃথিবীতে এমন আর কোন শব্দ নেই যে ‘মা’-এর মতো ভালোবাসায়, মমতায় মাখা হতে পারে।
বিশ্বে বর্তমানে আমরা মা দিবস পালন করে থাকি। মা,মা-ই। তবুও কিছু অপূর্ণতা পূরণ করার জন্যই হয়তো মা দিবসের আর্বিভাব।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় মা দিবস পালন করা হয়ে থাকে। বেশিরভাগ দেশেই মার্চ, এপ্রিল ও মে মাসে মা দিবস পালন করা হয়ে থাকে শ্রদ্ধা ও সম্মানের সাথে।
বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস পালন করা হয় বিভিন্ন সময়। যেমন-
বিশ্বের অনেক দেশেই মা দিবস উপলক্ষে ছুটি পালন করে থাকে। যেমন আমেরিকা।
বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময় মা দিবস পালন করলেও মূলত উদ্দেশ্য এক। আর তা হলো মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন। সংস্কৃতির ভিন্নতায় আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মা দিবস পালন করে থাকি।
তবে পাঠকের প্রতি আস্থা থাকবে আশা করি সবাই মায়ের প্রতি গভীর শ্র্দ্ধা ও বিনম্রভাব প্রদর্শন করে মায়ের সেবা করবেন।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ শ্রদ্ধার সাথে মা দিবস পালন করছে।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- চোখের পানির রহস্য
- ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন
- রেজিষ্ট্রেশন ফরম
Popular Posts Last 7 Days
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- রেজিষ্ট্রেশন ফরম
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- সময় নিয়ে কিছুক্ষনের ভাবনা
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- চোখের পানির রহস্য
- অহংবোধ, তোমার জন্য
- আমি রাজা
- ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***
0 comments:
Post a Comment