বর্তমান বিশ্বের বেশির ভাগ দেশে যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীর চিত্রভিত্তিক বিশ্লেষণ বা গ্রাফোলজির দক্ষতা যাচাই করা হয়। কিন্তু ফ্রান্সে চলছে এর ব্যতিক্রম। সেখানে চাকরির অন্যতম প্রধান যোগ্যতা হিসেবে প্রার্থীর হাতের লেখা যাচাই করা হয়।
সঠিক তথ্য পাওয়াটা কঠিন হলেও ফ্রান্সের গ্রাফোলজিস্টরাই বলছেন, সে দেশের ৫০ থেকে ৭৫ শতাংশ প্রতিষ্ঠান প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও হাতের লেখার ওপর নির্ভর করে থাকে। ১৯৯১ সালে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ফ্রান্সের ৯১ শতাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে হাতের লেখার প্রচলন রয়েছে।
দেশটির প্রখ্যাত পেশাজীবী ক্যাথারিন বোত্তিয়ু বলেন, ‘চাকরিপ্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করার পর আমরা তাঁদের একটি চিঠি লিখতে বলি। এই চিঠি অবশ্যই প্রার্থীদের নিজ হাতে লিখতে হয়। পরে আমরা চিঠিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’
মূলত নিয়োগের ক্ষেত্রে হাতের লেখা বিশ্লেষণের সময় বর্ণের আকার, কোণ, কৌণিক অবস্থান, আকৃতি, সংযুক্তি, আয়তন, বিন্যাস ও কলমের চাপের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। ক্যাথারিন বলেন, ‘মূল বিষয় হচ্ছে, হাতের লেখার মধ্য দিয়ে একজনের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’ বিবিসি
0 comments:
Post a Comment