শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপূর্ব কুমার মণ্ডল বলেন, ‘সৌদি আরব থেকে আসা দুম্বার মাংসের ৪৫টি কার্টন (মোট ১৫০ কেজি) ইসলামী ব্যাংকের মাধ্যমে শ্রীপুরে আনা হয়। ইসলামী ব্যাংকের মাগুরা শাখার কর্মকর্তা মো. আইয়ুব হোসেন ওই মাংস একটি পিকআপ ভ্যানে করে সকাল সোয়া সাতটার দিকে উপজেলা পরিষদের শহীদ মিনার এলাকায় আনলে কিছু লোক তা লুটপাট করে নিয়ে যায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক বলেন, ওই ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা আইয়ুব হোসেন অজ্ঞাত অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। পরে মাংস উদ্ধার করতে গিয়ে দেখা গেছে, লুট হওয়া ওই মাংস অনেক বাড়িতে রান্নাবান্না হচ্ছে। কেউ কেউ রান্না করে খাওয়াদাওয়া করছে। আবার কেউ নানা জায়গায় মাংস লুকিয়ে রেখেছে। এ অবস্থায় পাওয়া কিছু মাংস উদ্ধার করে ইউএনওর উপস্থিতিতে মদনপুর মাদ্রাসার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, মূলত মাংসগুলো জামায়াতে ইসলামীর লোকজন লুট করেছে। মো. সাইফুল্লাহ নামে জামায়াতের একজন সাংবাদিকও সেখানে ছিলেন।’
ইসলামী ব্যাংকের কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, ‘আমার ধারণা ছিল, ব্যাংক থেকে বিষয়টি ইউএনও ও ওসিকে জানানো হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গাড়িতে মাংস নিয়ে যাওয়ার পর হঠাৎ সেখানে ৫০-৬০ জন উপস্থিত হয়ে মাংস লুটপাট করে।’
ইসলামী ব্যাংকের মাগুরা শাখার ব্যবস্থাপক শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা ওইভাবে চালান দিই না। কেন্দ্রীয়ভাবে একটি চালান আমাদের আছে। ইউএনও ও জনপ্রতিনিধিরা ওইগুলো বিতরণ করার কথা। আমরা শুধু পৌঁছে দিই। ইউএনওকে আমি আগের দিন দুবার বিষয়টি জানিয়েছি। তিনি অস্বীকার করলে কী আর বলার আছে! সব জায়গায় ঠিকঠাক বিতরণ হলো, আর এখানে হলো না কেন?’
0 comments:
Post a Comment