বাংলালায়ন কমিউনিকেশন্স লিঃ এর সিইও নেইল গ্রাহাম এবং হেড অব মার্কেট কমিউনিকেশন্স, জি. এম. ফারুক খান বক্তব্য প্রদান করেন।
বাংলালায়ন কমিউনিকেশন্স লিঃ এর চীফ এক্সিকিউটিভ অফিসার, নেইল গ্রাহাম বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শহরে বাংলালায়ন ওয়াইম্যাক্স এর শুভ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। দেশের বৈদেশিক আয়ের সিংহভাগ অর্জিত হয় এ অঞ্চলের বিদেশে কর্মরত মানুষের পাঠানো অর্থের মাধ্যমে। আর বাংলালায়ন ওয়াইম্যাক্সের উন্নত ও দ্রুততম ইন্টারনেট সেবা গ্রহণ করে এই অঞ্চলের মানুষ বিদেশে কর্মরত তাদের আত্মীয়-স্বজনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করতে পারবে, যা তাদের আরো বেশি উদ্বুদ্ধ হতে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হেড অব আই.সি.টি, ই. এইচ. চৌধুরী তামীম, সিনিয়র ম্যানেজার, ডিলার এ্যান্ড ডিষ্ট্রিবিউশন, আব্দুল্লাহ আল মাহমুদ, ম্যানেজার, ডিলার এ্যান্ড ডিষ্ট্রিবিউশন, মাহবুবুল হাসান, ম্যানেজার, ট্রেড মার্কেটিং, এস. এম. টিপু, এবং মিডিয়া এ্যান্ড পিআর ইনচার্জ, সৈয়দ নাসিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে একটি রোড শো মুন্সীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
মুন্সিগঞ্জ নিউজ
0 comments:
Post a Comment