‘পবন হূদয় দূত’ নামের ওই সাময়িকীটি প্রকাশ করে রাজ্যের আনন্দ টাউনের গুজরাট সাহিত্য প্রকাশ সোসাইটি। এ সোসাইটি দক্ষিণ এশিয়ার ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রকাশনা বিভাগ হিসেবে কাজ করে। তারা গুজরাটের ক্যাথলিক সম্প্রদায়ের মুখপাত্রও।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, তিন দিন আগে ভাতভা এলাকার ভ্যাটিকান পার্ক সোসাইটির মনোজ মাকওয়ান নামের একজন গ্রাহক সাময়িকীর ৩০ নম্বর পৃষ্ঠায় ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েন। পরে তিনি আনন্দ টাউন থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করে। পরবর্তী পুলিশ দণ্ডবিধির ২৯৩ ও ১৫৩(৩) ধারায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশের পরিদর্শক পিকে দিয়েরা মামলাটি তদন্ত করছেন।
মামলা সম্পর্কে জানতে চাইলে পিকে দিয়েরা বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যায় ওই প্রকাশনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে থানায় একটি স্মারকলিপি দিয়েছে। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবিটি আকারে খুবই ছোট। এটা আমাদের দেখা যিশুখ্রিষ্টের স্বাভাবিক ছবির তুলনায় সম্পূর্ণ বিপরীতধর্মী।’
প্রকাশকেরা দাবি করেন, সাদা কালো এ ছবিতে বিয়ারের কেন ও সিগারেট থাকার বিষয়টি লক্ষ করেননি।
দুজন পুরোহিতসহ ১২ সদস্যের সম্পাদনা পরিষদ ও প্রকাশক তাঁদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। গত বৃহস্পতিবার প্রকাশনার পক্ষ থেকে তাদের ওয়েবসাইটেও দুঃখ প্রকাশ করা হয়েছে। prothom-alo
0 comments:
Post a Comment