ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ফকিরাপুল থেকে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে বিএনপি এই এলাকার পরিধি বাড়ানোর জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে।
ডিএমপির দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানায়, গতকাল বিকেল পাঁচটা ২০ মিনিটে মহানগর পুলিশ কার্যালয় থেকে ফ্যাক্স করে অনুমতির কপি দলীয় কার্যালয়ে পাঠানো হয়। অনুমতিতে সই করেন পুলিশ সদর দপ্তরের উপকমিশনার হাবিবুর রহমান।
পুলিশের দেওয়া ১১ শর্ত হচ্ছে: ১. বিএনপির কার্যালয়ের পূর্ব দিকে ফকিরাপুল, পশ্চিম দিকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকায় মাইক ব্যবহার করা যাবে; ২. সভার জন্য নির্ধারিত জায়গার বাইরে মাইক ব্যবহার করা যাবে না; ৩. নির্ধারিত এলাকার বাইরে অবস্থান নেওয়া যাবে না; ৪. সভার স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে; ৫. মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না; ৬. রাজনৈতিক বক্তব্য ছাড়া মঞ্চ আর কোনো কাজে ব্যবহার করা যাবে না; ৭. সভার দুই ঘণ্টা আগে সমাবেশের জন্য লোকজন আসতে পারবেন; ৮. বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সভা শেষ করতে হবে; ৯. এই সময়ের আগে বা পরে কোথাও সমাবেশ করা যাবে না এবং কোথাও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না; ১০. সভা চলাকালে আইনশৃঙ্খলাবিরোধী কোনো কাজ করা যাবে না এবং ১১. কোনো কারণ দর্শানো ছাড়া কর্তৃপক্ষ এই আদেশ বাতিল করতে পারবে।
এসব শর্তের ব্যাপারে যোগাযোগ করা হলে মহানগর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন আয়োজন করার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। সংবাদকর্মীরা দীর্ঘ সময় ডিএমপির মিডিয়া সেন্টারে অপেক্ষা করে ফিরে যান।
এদিকে ডিএমপি কমিশনার আরেক আদেশে বলেন, সমাবেশের কারণে কমিশনার আশঙ্কা করছেন, মহানগর এলাকায় অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে করে ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে কমিশনার আজ সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের অস্ত্র, তরবারি, বন্দুক, বর্শা, ছুরি, ছড়ি-লাঠি, ক্ষারদ্রব্য এমনকি পাথর বহনও নিষিদ্ধ ঘোষণা করেছেন। কমিশনারের কার্যালয় থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তিও প্রচার করা হয়।
0 comments:
Post a Comment