বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
- এক দিনে ৫ হাজার ৫৬৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টায় ৫ হাজার ৫৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
এর আগে দিনে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিল, গত বছরের ২৯ অগাস্ট ৫ হাজার ২৪৪ মেগাওয়াট।
বর্তমানে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে।
জনসংযোগ কর্মকর্তা বলেন, এপ্রিলের মধ্যে কয়েকটি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে, এগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ৫০০ মেগাওয়াট। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
গত বছর কয়েক দফায় বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও গ্রীষ্মকালে ব্যাপক লোডশেডিং হয়েছিল।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
সরকার ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়। এ পরিকল্পনা অনুযায়ী গত তিন বছরে মোট ৫ হাজার ৫৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে।
এর মধ্যে ২৫টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ হাজার ৯৯৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বাকি ৩ হাজার ৫৩৯ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন।
এছাড়া বিগত সরকারের আমলে চুক্তিকৃত ১৯টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমান সরকারের সময়ে ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যোগ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment