যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ক্রিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক এ গবেষণা চালান। তাঁরা বেশ কিছু নারী-পুরুষের বুদ্ধিমত্তা পরীক্ষা (আইকিউ টেস্ট) করেন। এতে দেখা গেছে, যাঁরা মিটিংয়ে যাননি তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় ভালো করেছেন, অর্থাৎ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁদের বেশি। কিন্তু যাঁরা মিটিং থেকে এসেছেন তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় তুলনামূলক খারাপ করেছেন। এঁদের মধ্যে আবার পুরুষের তুলনায় নারীদের অবস্থান আরো খারাপ।
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
সভায় বুদ্ধি নাশ!
সাধারণত এমন কোনো অফিস খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো সভা (মিটিং) হয় না।
কিন্তু কেন এই মিটিং? প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে আরো কী কী করা যায় তা
নিয়ে পরিকল্পনা, নতুন নতুন বুদ্ধিদীপ্ত পদক্ষেপ গ্রহণ করা প্রভৃতি। অফিসের
কর্তারা এমনটাই যুক্তি দেবেন। কিন্তু তাঁরা
ভড়কে যাবেন নতুন গবেষণার ফল শুনে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মিটিং
আসলে কর্মীর বুদ্ধিমত্তা বাড়ায় না, বরং কমায়। মিটিং ব্যক্তির মস্তিষ্ক
নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে ব্যক্তি নিজের মতো করে কিছু ভাবতে পারে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ক্রিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক এ গবেষণা চালান। তাঁরা বেশ কিছু নারী-পুরুষের বুদ্ধিমত্তা পরীক্ষা (আইকিউ টেস্ট) করেন। এতে দেখা গেছে, যাঁরা মিটিংয়ে যাননি তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় ভালো করেছেন, অর্থাৎ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁদের বেশি। কিন্তু যাঁরা মিটিং থেকে এসেছেন তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় তুলনামূলক খারাপ করেছেন। এঁদের মধ্যে আবার পুরুষের তুলনায় নারীদের অবস্থান আরো খারাপ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ক্রিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক এ গবেষণা চালান। তাঁরা বেশ কিছু নারী-পুরুষের বুদ্ধিমত্তা পরীক্ষা (আইকিউ টেস্ট) করেন। এতে দেখা গেছে, যাঁরা মিটিংয়ে যাননি তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় ভালো করেছেন, অর্থাৎ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁদের বেশি। কিন্তু যাঁরা মিটিং থেকে এসেছেন তাঁরা বুদ্ধিমত্তা পরীক্ষায় তুলনামূলক খারাপ করেছেন। এঁদের মধ্যে আবার পুরুষের তুলনায় নারীদের অবস্থান আরো খারাপ।
রয়েল সোসাইটি বি-এর ফিলোসফিক্যাল
ট্রানজেকশন সাময়িকীতে সম্প্রতি এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে
গবেষকদলের প্রধান রিড মন্টেগ বলেন, ‘বৈঠক কিভাবে ব্যক্তির মস্তিষ্ক
নিষ্ক্রিয় করে তা ভেবে আপনি কৌতুক করতে পারেন। কিন্তু আমাদের গবেষণায় এটাই
সত্যি প্রমাণিত হয়েছে।’
গবেষণার
বর্ণনা দিয়ে মন্টেগ বলেন, ‘সমপর্যায়ের বুদ্ধিমত্তার কিছু ব্যক্তি নিয়ে আমরা
গবেষণা শুরু করি। কিন্তু এদেরকে ছোট ছোট গ্রুপে অন্তর্ভুক্ত করার পর
বুদ্ধিমত্তা পরীক্ষায় দেখা গেল তাদের স্তর আগের চেয়ে নিচে নেমে গেছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
কালের কন্ঠ
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা,
জীবন দর্শন
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- অসাধারন এবং বিরল কিছু মেঘের ছবি
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- স্বাস্থ্যকর জীবনরীতি – নিরামিষ ভোজন
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- কেন তাঁরা চিরকুমার
- রাজপথের দীর্ঘ আলপনা
Popular Posts Last 7 Days
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- গীতা সারাংশ
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বঙ্কিমচন্দ্র–রবীন্দ্রনাথ ধর্মতর্ক
- বাউলদের সম্পর্কে লোমহর্ষক তথ্য
- সঠিক জীবনদৃষ্টি !! জীবনে আনে প্রশান্তি !!
- বহুদিন বাদে জলঢুপি কমলা
- লবণও সিগারেটের মতো আসক্তি সৃষ্টি করে
- শুক্রের পরিক্রমণের বিরল দৃশ্য দেখল বিশ্ববাসী
- কালবৈশাখী বজ্রঝড় শুরু
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***
0 comments:
Post a Comment