লন্ডনের কিংস কলেজের গবেষক ঈয়ান স্টোলমান জানাচ্ছেন, “নিকোটিনের কু-প্রভাব নিয়ে আমরা সবাই আলোচনা করি। কিন্তু এর ভালো প্রভাব এড়িয়ে গেলে তো চলবে না। অ্যালজ়াইমার পেশেন্টদের অনেককেই নিকোটিন বেসড ড্রাগস্ দিয়ে আমরা দেখেছি, তারা সুস্থতার দিকে এগোচ্ছেন। এমনকি, এও দেখা গিয়েছে, যারা দিনে তিনটি সিগারেট খান, তাদের স্মৃতি শক্তি এবং মনযোগ অন্যদের তুলনায় অনেক বেশি। ফলে, ক্যান্সারের কু-প্রভাব এড়িয়ে নিকোটিনকে ওষুধের মতো ব্যবহারের কথাও ভেবে দেখা যেতে পারে।”
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
সত্যজিৎ রায়ের ফেলুদা। গুরু শার্লক হোমসের অণুকরন করে গভীরে ভাবতে গেলেই
চুরুটের বদলে ঠোঁটে ঝুলিয়ে নিতেন চারমিনার। আদ্যন্ত ফেলুদার ফ্যান ছেলেমেয়ে
প্রথম সিগারেট ফস করে জ্বালাতেই চারদিক থেকে দাঁত-মুখ খিঁচিয়ে এতদিন উঠে
এসেছে নানা জুজুর ভয়। তবে সে সব নিয়ে আর দুঃখ
করবেন না। খোদ লন্ডনের তাবড় গবেষক-ডাক্তাররা এবার ধুমপায়ীদের পাশে।
সিগারেট দূর হটাও শ্লোগানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জানাচ্ছেন, দিনে খান কয়
সাদা কাঠির অভ্যেস থাকলে স্মৃতি আর মনযোগের দৌড়ে বাকিদের তাক লাগিয়ে দিতে
পারেন আপনি।
লন্ডনের কিংস কলেজের গবেষক ঈয়ান স্টোলমান জানাচ্ছেন, “নিকোটিনের কু-প্রভাব নিয়ে আমরা সবাই আলোচনা করি। কিন্তু এর ভালো প্রভাব এড়িয়ে গেলে তো চলবে না। অ্যালজ়াইমার পেশেন্টদের অনেককেই নিকোটিন বেসড ড্রাগস্ দিয়ে আমরা দেখেছি, তারা সুস্থতার দিকে এগোচ্ছেন। এমনকি, এও দেখা গিয়েছে, যারা দিনে তিনটি সিগারেট খান, তাদের স্মৃতি শক্তি এবং মনযোগ অন্যদের তুলনায় অনেক বেশি। ফলে, ক্যান্সারের কু-প্রভাব এড়িয়ে নিকোটিনকে ওষুধের মতো ব্যবহারের কথাও ভেবে দেখা যেতে পারে।”
লন্ডনের কিংস কলেজের গবেষক ঈয়ান স্টোলমান জানাচ্ছেন, “নিকোটিনের কু-প্রভাব নিয়ে আমরা সবাই আলোচনা করি। কিন্তু এর ভালো প্রভাব এড়িয়ে গেলে তো চলবে না। অ্যালজ়াইমার পেশেন্টদের অনেককেই নিকোটিন বেসড ড্রাগস্ দিয়ে আমরা দেখেছি, তারা সুস্থতার দিকে এগোচ্ছেন। এমনকি, এও দেখা গিয়েছে, যারা দিনে তিনটি সিগারেট খান, তাদের স্মৃতি শক্তি এবং মনযোগ অন্যদের তুলনায় অনেক বেশি। ফলে, ক্যান্সারের কু-প্রভাব এড়িয়ে নিকোটিনকে ওষুধের মতো ব্যবহারের কথাও ভেবে দেখা যেতে পারে।”
তামাকের মধ্যে বেশ কিছু গুণাবলি আছে, যা
বুদ্ধি সজাগ রাখতে সাহায্য করে। গবেষকরা এটাও অস্বীকার করছেন না যে, তামাক
সেবন মস্তিষ্কের উর্বরতা তথা ক্রিয়েটিভ কাজেরও উপযোগী। ঠোঁটে সিগারেট
দেখলেই, এতদিন যারা জাত গেল রব তুলতেন, তাদের বিরুদ্ধে অস্ত্র শানিয়ে
যাচ্ছেন বিজ্ঞানীরাই। পুরোন কবিতা বা কলেজের প্রথম দিন দেখা মেয়েটির নাম
মনে করতে শ্বাস টেনে একবুক ধোঁওয়া কতটা উপকারী তা তো ধুমপায়ীরাই জানেন।
অথবা, ব্যস্ত শহরের কোলাহল ভুলে অফিসের লগ-শিট মেলাতে এমন বন্ধু আর কি কেঊ
আছে?
তবে ফতোয়া জারি করার আগে, বিধিমতো
সতর্কীকরণটা সেরে ফেলা যাক। ঈয়ান স্টোলমান তার বক্তব্যের শেষাংশে
জানাচ্ছেন, “এতো কিছুর পরেও কিন্তু নিকোটিন আর ক্যান্সারের সম্পর্ক ভুললে
চলবে না।” যারা ইতিমধ্যেই ফস করে ধরিয়ে ফেলেছেন, তাদের বলি, তিষ্ঠ। বুদ্ধির
বলিহারি দেখাতে গিয়ে অযথা কর্কটের জ্বালা নিয়ে বেঁচে থেকেই বা কি লাভ? তার
চেয়ে রইলেন না হয় একটু বোকা-ভুলো। খারাপ স্বাস্থ্য নিয়ে বুদ্ধিমান হওয়ার
মধ্যে কোনো ফজিলত নেই। কাজেই সিগারেট থেকে দূরে আছেন, দূরেই থাকুন, অনেক
দূরে। সূত্র: ওয়েবসাইট
বার্তা২৪
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
খাদ্য ও পানীয়,
গবেষনা,
বিজ্ঞান ও প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- অসাধারন এবং বিরল কিছু মেঘের ছবি
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- স্বাস্থ্যকর জীবনরীতি – নিরামিষ ভোজন
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- কেন তাঁরা চিরকুমার
- রাজপথের দীর্ঘ আলপনা
Popular Posts Last 7 Days
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- গীতা সারাংশ
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বঙ্কিমচন্দ্র–রবীন্দ্রনাথ ধর্মতর্ক
- বাউলদের সম্পর্কে লোমহর্ষক তথ্য
- সঠিক জীবনদৃষ্টি !! জীবনে আনে প্রশান্তি !!
- লবণও সিগারেটের মতো আসক্তি সৃষ্টি করে
- শুক্রের পরিক্রমণের বিরল দৃশ্য দেখল বিশ্ববাসী
- কালবৈশাখী বজ্রঝড় শুরু
- টুথব্রাশে ক্যামেরা
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***
0 comments:
Post a Comment