অর্থের বিনিময়ে কিডনি বিনিময় নিষিদ্ধ, কাজেই কিডনি পেতে ফেইসবুক অ্যাকাউন্ট খুলে কিডনি সার্চ করছেন অনেকেই। যিনি স্বেচ্ছায় নিজের একটি কিডনি দিতে রাজী তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। আর এভাবে সম্প্রতি কিডনি পেয়েছেন সিয়াটলের ড্যান গ্যারেট। কিডনির খোঁজ করে ড্যানের স্ত্রী ফেইসবুকে দাতার খোঁজ করছিলেন। আর এভাবে তিনি সফলও হয়েছেন।
সোসাল নেটওয়ার্কিং সাইটে কিডনি বা অঙ্গপ্রত্যঙ্গ বিনিময়ের প্রবনতা ক্রমশ বাড়ছে । ফ্রেঞ্চ ট্রিবিউন বলছে, স্রেফ কিডনি প্রয়োজন লিখে সার্চ দিলেই কয়েক ডজন পেজ পাওয়া যাবে। অঙ্গ-প্রত্যঙ্গ দানকারী বিভিন্ন গ্রুপও এমন পাতা খুলেছে।
ফেইসবুক এবং মাইক্রোব্লগিং সাইট টুইটার ছাড়াও অন্যান্য সোশাল প্ল্যাটফর্ম এখন অঙ্গ-প্রত্যঙ্গ বিনিময়ের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment