যুক্তরাষ্ট্রে তেমনি নতুন বছরে শরীরের ওজন কমানোর সংকল্প করেছেন অনেকে। এ জন্য নিয়মিত অনুশীলনও শুরু করে দিয়েছেন তাঁরা। আর এতে ডায়েট ও ফিটনেস সেন্টারগুলোর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
টমসন রয়টার্সের একটি জনমত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়া লোকদের ৫১ শতাংশ গত বছরের চেয়ে ২০১২ সালে বেশি বেশি ব্যায়াম করবেন বলে অঙ্গীকার করেছেন। এ কারণে শরীরচর্চা কেন্দ্রগুলো এখন বেশ জমজমাট হয়ে উঠেছে।
যাঁরা নতুন বছরে ব্যায়াম করার সংকল্প করেছেন, এঁদের একজন এলিজাবেথ ড্যানিয়েল রয়টার্সকে বলেন, ‘নতুন বছরের শুরু থেকে আমি শরীরচর্চা কেন্দ্রে আসছি, আর এটা নিয়মিত করে যেতে চাই।’ শরীরের ওজন কমাতে দৃঢ় প্রতিজ্ঞ প্রফেট অলেলেই বলেন, ‘আমি প্রায় ২৫ থেকে ৩০ পাউন্ড ওজন কমাতে চাই।’
ওই জনমত জরিপে আরও দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ তাঁদের ওজন কমানোর সংকল্প করেছেন।
শরীরকে স্লিম রাখার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়েট ওয়াচারস ইন্টারন্যাশনাল’-এর প্রেসিডেন্ট ও সিইও ডেভ কিরচফ বলেন, ‘বছরের শুরুতে শরীরের ওজন কমাতে প্রচুর লোকজন আমাদের কাছে আসছেন।’
পুরুষদের জন্য ওয়েট ওয়াচারস ওজন কমানো বিষয়ক নতুন একটি প্রচারাভিযান শুরু করেছেন। ওই প্রতিষ্ঠানে নিয়মিত ব্যায়াম করতে আসা চার্লস বার্কলেকে বলতে দেখা যায়, ‘লুক লাইক অ্যা ম্যান’ (পুরুষের মতোই ওজন হারাও)।
ওয়েট ওয়াচারস বলেছে, অনলাইনের মাধ্যমে তাঁদের ব্যবসাও বেশ জমে উঠেছে। প্রতিদিন অনলাইনে নতুন সেবাগ্রহীতারা আবেদন করছেন।
ডেভ কিরচফ আরও বলেন, ‘আমরা দেশব্যাপী এ ব্যবসাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এ জন্য নতুন নতুন কৌশল নিচ্ছি। ওজন কমাতে পুরুষকেও আগ্রহী করে তোলার জন্য আমরা নানাভাবে কাজ করছি।’
রয়টার্সের প্রতিবেদক জিল বেনেট বলেন, ‘বাছাই করা খাবার (ডায়েট করলে) ওজন কমাতে সাহায্য করে।’ টমসন রয়টার্সের একটি জনমত জরিপের বরাত দিয়ে তিনি জানান, যাঁরা পাঁচ বছর আগে ওজন কমানোর প্রতিজ্ঞা করেছেন, তাঁদের ৫৭ শতাংশই সফল হয়েছেন। রয়টার্স অবলম্বনে।
0 comments:
Post a Comment