অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানী চার্লি লাইনওয়েভারের দলের গবেষকেরা পৃথিবীতেই মঙ্গলের মতো তাপমাত্রা ও চাপের একটি মডেল তৈরি করেন। এরপর তাঁরা পরীক্ষা চালান, পৃথিবীর প্রাণীরা মঙ্গলে জীবন ধারণ করতে পারবে কি না।
চার্লি লাইনওয়েভার জানান, পৃথিবীর কেন্দ্রস্থল থেকে ঊর্ধ্ব আবহাওয়ামণ্ডল পর্যন্ত এলাকার মাত্র ১ শতাংশে প্রাণের অস্তিত্ব সম্ভব। সেখানে মঙ্গলের ক্ষেত্রে ওই অঞ্চলের ৩ শতাংশজুড়ে জীবন টিকতে পারে।
লাইনওয়েভার বলেন, ‘আমরা মঙ্গলের বিষয়ে পাওয়া সব তথ্য থেকে একটি পরিবেশ সৃষ্টি করেছি। এরপর দেখার চেষ্টা করেছি, ওই পরিবেশে প্রাণ টিকতে পারবে কি না। এভাবে পরীক্ষায় আমরা দেখেছি, মঙ্গলের একটি বড় অঞ্চলজুড়ে প্রাণের অস্তিত্ব টিকে থাকা সম্ভব।’ এএফপি।
0 comments:
Post a Comment