বৃটেনে ইউনিভার্সিটি অফ বাথ-এর গবেষকরা খুদে যন্ত্রাংশ তৈরি করছিলেন। তাদের পরীক্ষা চালানোর সময় হঠাৎই ন্যানোমিটার আকৃতির একটি হাত তাদের নজরে আসে। তারা মাইক্রোস্কোপে দেখতে পান খুদে একটি হাত যেনো তাদের ইশারা করছে!
ইউনিভার্সিটি অফ বাথ-এর পদার্থবিদ্যার গবেষক ড. সার্গেই গর্দিভ জানিয়েছেন, ‘আমি মাইক্রোস্কোপে তাকিয়ে ক্ষুদে একটি হাত দেখতে পেয়ে খুব মজা পেয়েছি। আর ন্যানোসায়েন্স গবেষণায় এ হাত তৈরির ঘটনা বিজ্ঞানের সম্ভবনার দুয়ার খুলে দেবে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment