গবেষকরা জানিয়েছেন, ছারপোকা প্রতিরোধে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে তাতে ছারপোকা ধ্বংস হচ্ছে না বরং তারা কীটনাশক প্রতিরোধী নতুন ধরনের প্রজন্ম তৈরি করছে। তাই গবেষকদের ছারপোকা দমনে নতুন পথ খুঁজতে হবে।
গবেষণার ফল জানানো হয়েছে আমেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এর ৬০তম সভায়।
গবেষকরা জানিয়েছেন, শিল্পোন্নত দেশগুলোতে ১৯৫০ সালের পরই ছারপোকার অস্তিত্ব বিলোপ হয়ে গেছে এমন তথ্য গবেষকদের হাতে থাকলেও বিগত কয়েক দশক থেকেই আবারো ছারপোকার অত্যাচারে নাকাল মৌসুমী জলবায়ুর দেশগুলো। নিশাচর এ ক্ষুদে প্রাণীগুলো ধ্বংস করতে বিভিন্ন সময় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখা গেছে, কীটনাশক প্রতিরোধ করেও এরা টিকে গেছে।
পাইরেথ্রয়েড জাতীয় কীটনাশকও এদের কিছুই করতে পারেনি। বরং আরো প্রতিরোধী করেছে ছারপোকাকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment