খবর রটেছে, স্যামসাং-এর কোনো এক কর্মীর মাধ্যমে এ তথ্য ফাঁস হয়েছে। এ বিষয়ে রাশিয়ান সোশাল নেটওয়ার্ক ভনটাটকে-এর স্যামসাং অফিশিয়াল পাতায় ছবিটি দেয়া হয়েছে।
৫ ইঞ্চি স্ক্রিনের এ মোবাইল ফোনটি হবে ইউনিভার্সাল মোবাইল ফোন। এ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহৃত হতে পারে। এর ফিচার হিসেবে থাকবে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, টাচউইজ ৫ ইউজার ইন্টারফেস। খবর রটেছে, এ মোবাইলটির দুটি সংস্করণ নিয়ে কাজ করছে স্যামসাং। একটিতে আইসক্রিম স্যান্ডউইচ এবং অপরটিতে বাডা অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে।
৯ মিলিমিটার পুরুত্বের গ্যালাক্সি ৩-এ থাকবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে এবং ৩২/৬৪ গিগাবাইজ স্টোরেজ সুবিধা।
এদিকে, ‘প্রাইভেট ইন্টারনাল প্রেজেন্টেশন, অক্টোবর ২০১১’ এবং ‘কপিয়িং অর রিপ্রোডাকশন নট অ্যালাউড’ নামের স্যামসাং আয়োজিত একটি গোপন অনুষ্ঠান থেকে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটির তথ্য ফাঁস হয়েছিলো।
তবে, রাশিয়া থেকে স্যামসাং গ্যালাক্সি এস ৩ ফোনটির তথ্য ফাঁস হবার পরই তারা বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment