যুক্তরাজ্যের ওই জরিপের সময় পুরুষেরা নির্দ্বিধায় স্বীকার করেছেন, তাঁরা জীবনে কতজন নারীর সঙ্গ পেয়েছেন এবং কতজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। দ্য টেলিগ্রাফে প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাজ্যের পুরুষ পুরো জীবনে নয়জন নারীর সঙ্গ পান এবং তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। পক্ষান্তরে নারী তাঁর পুরো জীবনে চারজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান।
জরিপে বলা হয়, যুক্তরাজ্যে একজন পুরুষ তাঁর জীবদ্দশায় নয় দশমিক তিনজন নারীর সঙ্গ পেয়েছেন; তাঁদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন। আর একজন নারী সারা জীবনে চার দশমিক সাতজন পুরুষের সঙ্গ পেয়েছেন।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে এক-তৃতীয়াংশ পুরুষ আবার বড়াই করে বলেছেন, তাঁরা ১০ জনেরও বেশি নারীর সঙ্গ পেয়েছেন। আবার এক-চতুর্থাংশ নারী বলেছেন, তাঁরা মাত্র একজনের সঙ্গ পেয়েছেন। জরিপ পরিচালনাকারীরা বলেন, এই এক-চতুর্থাংশ নারীই তাঁদের ভালোবাসার পাত্রকে বিয়ে করেছেন। prothom-alo
0 comments:
Post a Comment