প্রায় ১০০টিরও বেশি আপেল প্রধান সড়কের ওপর পড়েছে। আর ছোটো আকারের এ আপেলগুলো গাড়ির উইন্ডশিলে এসে পড়তেও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ‘আপেল বৃষ্টির কারণ হতে পারে দমকা বাতাস। হঠাৎ করেই টর্নেডোর মতো দমকা বাতাসই আপেল বৃষ্টির কারণ।’
কোনো প্লেন থেকে বা দুষ্টুমি করে আপেল ছোঁড়ার ঘটনা নয় বলেই এটি নিশ্চিত করেছে আবহাওয়াবিদরা। যুক্তরাজ্যের আবহাওয়াবিদরা বলছেন, ‘মেরু অঞ্চলীয় সামুদ্রিক বাতাসই আপেলের এ বৃষ্টি ঝরিয়েছে।’
উল্লেখ্য, ২০০৭ সালে নরফোকে মাছবৃষ্টির ঘটনাও রেকর্ড করা হয়েছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment