তবে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ হচ্ছে, শীত আসছে। পৌষের পথ ধরেই সারা দেশে শীতের আগমন ঘটবে। যদিও এ বছর শীতকাল হবে অপেক্ষাকৃত উষ্ণ। ব্যাপ্তি হবে কম।
গত শুক্রবার দিবাগত রাত থেকে নদী অববাহিকার পাশাপাশি প্রায় সারা দেশে ঘন কুয়াশা পড়ায় মানুষের মধ্যে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। কিন্তু তাপমাত্রা কমেনি। আবহাওয়া অফিসের তথ্য ও আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় অঞ্চলভেদে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি।
গত মাসে (নভেম্বর) দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৯৮ শতাংশ কম হওয়ায় শুষ্কতা বেড়েছে। একই সঙ্গে দেশের সর্বত্র সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশি থাকায় শীত পড়ছে না। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে শীত এখন পর্যন্ত একেবারেই কম। উত্তরাঞ্চলে কিছুটা আছে। তাও এই সময়ের স্বাভাবিক শীত নয়। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা কমতে শুরু করবে।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, এ বছর শীতকাল সংক্ষিপ্ত ও উষ্ণ হতে পারে। কোনো কোনো বছর এই সময়ে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে এবং এর নিচেও নামে। কিন্তু এ বছর তা প্রায় ১৪ ডিগ্রিতে উঠে আছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩০ ডিগ্রির ওপরে।
অবশ্য পৃথিবীব্যাপী এই একই অবস্থা। চলতি বছরটি পৃথিবীর দশম উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, এ বছর পৃথিবীর তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৪৬ ডিগ্রি। এ কারণে মেরু সাগরে এ বছর বরফের পরিমাণ ২০০৭ সালের পর সবচেয়ে কম।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিন মাসের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতেও এ বছর শীতকাল অপেক্ষাকৃত উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
ওই পূর্বাভাস অনুযায়ী, এ বছর পুরো শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা কম। মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহও হবে অঞ্চলভিত্তিক। একযোগে সারা দেশে নয়।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক-দুটি মৃদু (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি) অথবা মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারি মাসে সারা দেশেই একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি হতে পারে তীব্র (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি)। ফেব্রুয়ারি মাসে উত্তর ও মধ্যাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
0 comments:
Post a Comment