ন্যানো-সিমে অতিরিক্ত মেমোরি ব্যবস্থা থাকবে বলেই নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে। এ সিমটির আকার ছোটো হবার ফলে ব্যাটারির জন্য জায়গা বেশি পাবে মোবাইল হ্যান্ডসেটগুলো। এ ছাড়াও এটি পাতলা হবার কারণে স্মার্টফোনও আরো হালকা-পাতলা হয়ে যাবে বলেই গিসেক অ্যান্ড ডেভরিয়েন্ট কর্তৃপক্ষের দাবী।
‘ন্যানো-সিম’ নামের এই সিমকার্ড সাধারণ কার্ডের তুলনায় ৬০ ভাগ এবং মাইক্রো সিমের ৩০ ভাগ ছোট, পুরুত্বের দিকেও ১৫ ভাগ কম। এর আকার ১২ মিলিমিটার বাই ৯ মিলিমিটার।
১৫ নভেম্বর শুরু হতে যাওয়া ইউরোপের বাণিজ্য মেলায় এটা দেখানো হবে। আগামী বছর নাগাদ এ সিম বাজারে চলে আসবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment