গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এখন শরীরের সেই এনজাইমটা নির্ধারণ করতে সক্ষম হয়েছেন, যেটা অনেকাংশেই বয়সকে নিয়ন্ত্রণ করে। তাঁদের বক্তব্য হচ্ছে, কম ক্যালরি নিলে সেই এনজাইমটা থাকবে নিয়ন্ত্রণে।
ফলে বাড়বে না আর বয়স, হবে না রোগ। আর সেই এনজাইমকে নিয়ন্ত্রণ করতে হলে নিতে হবে কম ক্যালরি। বর্তমানের এই একটুখানি ত্যাগই ভবিষ্যতে শরীরের জন্য একটা ভালো ফল বয়ে আনবে। তাঁদের মতে, আমাদের শরীরের সেই এনজাইম, যেটার নাম পেরিডক্সিন। এটাকে নিয়ন্ত্রণ করলেই বয়স আর বয়সনির্ভর রোগগুলো থাকবে নিয়ন্ত্রণে।
গবেষণাকাজে ব্যবহূত বানরদের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা চিনি ও প্রোটিন নেওয়া কমিয়ে দেয় কিন্তু অন্যান্য খনিজ এবং ভিটামিন সমানভাবে নেয়, তখন তারা যত বছর আগে বাঁচত তার চেয়ে বেশি দিন আয়ু লাভ করে। এই প্রক্রিয়া মাছ, ইঁদুর ও অন্য প্রাণীর ওপর প্রয়োগ করেও একই উত্তর পাওয়া গেছে।
0 comments:
Post a Comment