শাহরুখের বিরুদ্ধে দায়ের করা এই মামলার অভিযোগে আগা বলেছেন, ‘রাডটওয়ান ছবির প্রচারণাকে আরো বেগবান করতে মোবাইল ফোন গেম প্রচলনের আইডিয়া দিয়েছিলাম আমি। সেই আইডিয়াকেই চুরি করেছেন কিং খান। শাহরুখের পক্ষ থেকে ‘রাডটওয়ান’ ছবির সঙ্গে মোবাইল ফোন গেম প্রকাশের ঘোষণা দেওয়া হলেও, আমি যে এই আইডিয়াটা দিয়েছিলাম সেটা গোপন করা হয়েছে। এ কারণেই এই মামলা করেছি।’
২৭ বছর বয়সী আগা সম্প্রতি শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘এই প্রজেক্ট থেকে অন্তত চারশো কোটি ভারতীয় টাকা আয় হবে। এই প্রজেক্টের শেয়ার হিসেবে কিং খান আমাকে ৪০ কোটি ভারতীয় টাকা না দিলে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।’
আগা দাবি করেছেন, ‘এই মোবাইল ফোন গেমের বিষয়টি নিয়ে জনপ্রিয় পার্সিয়ান টিভি তারকা লিডা মঘাঘেগের সঙ্গে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে আলোচনা হয়েছিলো আমার। এর কয়েকদিন পরই আমার প্রস্তাবনাটি বিস্তারিতভাবে ইমেইলের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন রেড চিলিসের চিফ ফাইনান্স অফিসার ব্লেসন উমেনকে।’
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এই ইমেইল পাঠানো হয়েছিলো। এর জবাবে লিডাকে ধন্যবাদ জানিয়ে ১৪ ডিসেম্বর পাল্টা ইমেইলও পাঠিয়েছিলেন ব্লেসন। তিনি বিষয়টি নিয়ে আবারো যোগাযোগ করা হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আর কোনো রকম যোগাযোগ করা হয়নি।
সর্বশেষ গত বছরের ৬ মে ব্লেসনকে একটি রিমাইন্ডার পাঠানো হয়। কিন্তু এর কোনো জবাব দেওয়া হয়নি। পরবর্তীতে বেশ কয়েকবার ইমেইল, ফোন কল এবং ফ্যাক্স মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও রেড চিলিসের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর কয়েকমাস পর জানানো হয়, কিং খান খুবই ব্যস্ত আছেন এবং একটু অবসর পেলেই আগার সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
অবশেষে ২০১০ সালের অক্টোবরে রেড চিলিস ঘোষণা দেয়, ‘রাডটওয়ান’ ছবির সঙ্গে মোবাইল ফোন গেমও প্রকাশিত হবে। এই সংক্রান্ত একটি ইমেইলও পাঠানো হয় আগাকে। কিন্তু এই প্রজেক্টের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি সেখানে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment