বিবিসির খবরে বলা হয়, ডেনমার্কের কোপেনহেগেন শহরের টিভোলি পার্ক থেকে নেকলেসটি চুরি হয়। মনে করা হয়, নেকলেসটি ছিল টাইটানিকের মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মার্কিন নাগরিক ইলিয়েনর ওয়াইন্ডারের। ১৯১২ সালে জাহাজটি ডুবে দেড় হাজারের বেশি যাত্রী ও ক্রু নিহত হন।
টিভোলির মুখপাত্র টরবেন প্লাঙ্কস বলেন, শোকেস ভাঙা হয়নি, এ জন্য আগেই কিছু বোঝা যায়নি। তবে নেকলেসটি খুবই আকর্ষণীয়।
প্রদর্শনীর মালিক লুইস ফেরিওরো বলেন, নেকলেসটি এক হাজার ৪০০ ইউরোতে ইনস্যুরেন্স করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন, যা বিদেশিদের কাছে ইতিহাস তুলে ধরত। এটি সুপরিচিত, তবে নেকলেসটি চুরির পর বিক্রি করা হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
0 comments:
Post a Comment