ব্যারাক ওবামা ইলিউশনঃ
নীচের নেগেটিভ ছবিটির + চিহ্নটির দিকে একনাগাড়ে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন, এরপর চোখ সরিয়ে সাদা দেয়াল বা কম্পিউটারের স্ক্রিণের আশেপাশে দ্রুত পলক ফেলে কয়েকবার তাকান। ওবামার একটি হাসিমুখের ছবি দেখতে পাবেন, দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকিয়ে পলক ফেলতে থাকলেও অনেকক্ষণ ধরে এই ঘটনা ঘটবে।ঘূর্ণন ইলিউশন-১:
নীচের ছবিটির কেন্দ্রের বিন্দুটিতে তাকিয়ে আপনার মাথা সামনে-পেছনে করুন, বাইরের দুটো বৃত্তকে একে অপরের উল্টোদিকে ঘুরতে দেখবেনসাদা-কালোর ধাঁধা-১:
নীচের ছবিটিতে লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলোর সংযোগস্থলের দিকে তাকিয়ে বলুন তো ওখানে আসলে সাদা নাকি কালো ছোট্ট বৃত্ত দেখা যায়?সাদা-কালোর ধাঁধা-২:
সাদা-কালো বারগুলোকে বাঁকা মনে হচ্ছে? আসলে কিন্তু প্রত্যেকটি বার একেবারে নিখুঁত সোজা।সাদা-কালোর ধাঁধা-৩:
ধূসর একটি ছায়ার মাঝের এই কালো বিন্দুটির দিকে একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলে বিন্দুর চারপাশের ধূসর রংটি উধাও হয়ে যাবে।লাল হলুদের নড়চড়াঃ
স্থির বৃত্তের কাঁপা-কাঁপিঃ
সাদা-কালোর ধাঁধা-৪:
ডান চোখটি ঢেকে নীচের কালো বৃত্তটির দিকে তাকিয়ে মাথাটি এগিয়ে নিয়ে যান, একসময় বামের ক্রস চিহ্ন উধাও হয়ে যাবে, ওকে ফিরে পেতে চাইলে সিম্পলি মাথাটাকে পেছনে নিয়ে আসুন।বিভ্রমঃ
ঘূর্ণন ইলিউশন-২:
একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, বৃত্তগুলো ঘুরছে কি?ঘূর্ণন ইলিউশন-৩:
একনাগাড়ে তাকিয়ে থেকে দৃষ্টি ডানে-বামে করুন, ঘূর্ণন টের পাচ্ছেন?রেখা-রহস্যঃ
ঘূর্ণন ইলিউশন-৪:
আসল চক্কর এই ছবিতেই, বেশিক্ষন তাকালে মাথা ব্যথা হতে পারেস্থির বৃত্তের কাঁপা-কাঁপিঃ
মাঝখানের বৃত্তটি কি কাঁপে নাকি?কোনটা সোজা – কোনটা উপরেঃ
ব্লু-হোল এ হারিয়ে যাওয়ার নেই মানাঃ
সার্কেল না স্পাইরাল?
ছবিটিতে খেয়াল করে দেখুন, মনে হবে লাইনগুলো পেঁচিয়ে কেন্দ্রে মিলেছে, আসলে কিন্তু এখানে বেশ কটি বৃত্ত আঁকা, একটার সাথে আরেকটি মিলেনি কখনওকোনটি বড়?
নীচের দুটি ডিজাইনের মাঝের সাদা বৃত্তদুটি একই মাপের হলেও বাম পাশেরটিকে একটু বড় মনে হয়?কোন কালো দরজাটি বড়?
লাল/গোলাপীর ধাঁধা
নীচের ছবিতে সবুজ ও সাদা ব্যাকগ্রাউণ্ডে আড়াআড়ি বিন্যস্ত গোলাপী রং কিন্তু একই – হালকা বা গাঢ় নয়।কয়টি কিউব?
ছবিতে কয়টি কিউব দেখতে পান, ছ’টি না সাতটি? আবার গুণে নিন।মুখ না পানপাত্র?
নীচের ছবিতে আপনি কি ছয় জোড়া মুখ নাকি ছয়টি পানপাত্র (গবলেট) দেখছেন?নামব না উঠব?
এই সিঁড়ি দিয়ে কি আমি নীচে নামব না উপরে উঠবঅবাস্তব বস্তু
নীচের বস্তুগুলো কি তৈরি করা সম্ভব?কোন রেখাটি বড়?
নীচের ছবিতে সোজা দুটি রেখার মধ্যে কোনটি বড়? ডানেরটি? উ হুঁ – দুটিই সমানআয়তক্ষেত্র না কিউব?
ভালভাবে তাকিয়ে থেকে দেখুন তো কি দেখা যায় আয়তক্ষেত্র নাকি কিউব?সোজা না বাঁকা?
বৃত্তগুলোর মাঝের বর্গটির বাহুগুলোকে কি একটু বাঁকা মনে হয়, আসলে কিন্তু ওরা একেবারে সরল রেখা।আসলে কি?
নীচের ছবিটি শুধুই কাল রঙের ডিজাইন নাকি এতে কিছু লেখা আছে?কি মনে হয়?
নীচের ছবিতে C এর সাথে কোন রেখাটি মিলবে A না B? A? একটা স্কেল ধরে দেখুন তোবেড়ে উঠা
একনাগাড়ে কিছুক্ষণ নীচের চারটি বৃত্তাকার ডিজাইনে তাকিয়ে থেকে একটা থেকে আরেকটিতে দৃষ্টি সরিয়ে নিন। কি মনে হয়?ফুলে উঠা বর্গ
ছবিটিতে মাঝখানের বর্গগুলো একই মাপের হলেও কেমন যেন মনে হয়, ভেতরের ছোট্ট বর্গগুলো বাঁকা হয়ে ফুলে-ফেঁপে একটা বড় বৃত্ত তৈরি করেছে।হাতের কারসাজি
ছবিটিতে মুখটি কিন্তু অনেকগুলো হাত দিয়েই তৈরি করাপাল তোলা নৌকার এগিয়ে চলা
অনেকক্ষণ টতাকিয়েথাকলে দেখবেন ছবিটিতে পাল তোলা নৌকাটি পানি আর মেঘ কাটিয়ে এগিয়ে যাচ্ছেদুই ভুবনের দুই মানুষ
আইনস্টাইন কে দেখছেন তো? এবার দশ ফিট পেছনে যেয়ে দেখুন তো মেরিলিন মনরোকে দেখা যায় কি না?সমান্তরাল এর ধাঁধা
নীচের আড়াআড়ি আঁকা লম্বা লাইনগুলো কিন্তু একেবারে সমান্তরাল – কিন্তু আপনার কি মনে হচ্ছে?এলিজাবেথ ইলিউশন
একনাগাড়ে অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে সাদা বা খালি কিন জায়গায় দৃষ্টি ফিরিয়ে নিয়ে চোখ মিটমিট করুন, কাকে দেখছেন?বৃত্তের ধাঁধা
অবিশ্বাস্য হলেও ছবির দুটি বৃত্ত কিন্তু কোনভাবেই বাঁকা নয়, বরং ‘পারফেক্ট সার্কেল’অসম্ভব সিট
এই ছবিতে কে কোথায় বসেছে? এটা কি সম্ভব?রাগী পুরুষ শান্ত মহিলা
বামের পুরুষ রেগে আছেন, কিন্তু মহিলা শান্ত। এবার ১০ ফুট দুরে যেয়ে দেখুন তো কি হয়?কই গেল?
+ চিহ্নটির দিকে একনাগাড়ে তাকিয়ে থাকুন, গোলাপী বৃত্তগুলো গেলো কোথায়, আর সবুজ বৃত্তটাই বা কোথা থেকে এলোবড় হওয়া
ছবিটির মাঝের কালো অংশটির দিকে তাকিয়ে থাকুন, ওটা বেড়ে উঠছে কিসবাই ভাল থাকবেন।
[ইলিউশনগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগৃহীত]
সূত্র: সংগৃহীত টেকটিউনস .কম
0 comments:
Post a Comment