হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
সঙ্গী পছন্দের ক্ষেত্রে উচ্চতার বিষয়ে নারী-পুরুষের দৃষ্টিভঙ্গির ভিন্নতার বিষয়টি প্রমাণ করার দাবি করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক।
নেদারল্যান্ডসের নারী ও পুরুষদের ওপর পরিচালিত গবেষণার ভিত্তিতে ওই বিজ্ঞানীরা বলছেন, নারী আশা করে পুরুষ সঙ্গী তার চেয়ে আট ইঞ্চি লম্বা হবে। অথচ পুরুষ চায় নারী সঙ্গী যেন তার চেয়ে মাত্র তিন ইঞ্চি খাটো হয়।
গার্ট স্টাল্পের নেতৃত্বে নেদারল্যান্ডসের গ্রনিনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৫০ হাজার ৭০০ নারী-পুরুষকে নিয়ে ওই গবেষণা চালান। ওই নারী-পুরুষদের জিজ্ঞেস করা হয়, তারা তাদের নিজেদের উচ্চতা নিয়ে সন্তুষ্ট কি না। দেখা যায়, পুরুষের ক্ষেত্রে সন্তোষজনক উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি আর নারীর ক্ষেত্রে পাঁচ ফুট নয় ইঞ্চি।
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিরেন স্বামী এ ভিন্নতার কারণ সম্পর্কে দুটি তত্ত্ব দেন। জীববিদ্যার তত্ত্ব অনুযায়ী লম্বা পুরুষ উচ্চপদস্থ ও তার সন্তান জন্মদানের সক্ষমতা বেশি। দ্বিতীয় তত্ত্বটি সামাজিক। এই তত্ত্বমতে, লম্বা পুরুষকে বেশি পুরুষালি মনে হয়। কিন্তু বেশি লম্বা নারীদের দেখা হয় প্রথা ভঙ্গকারী হিসেবে। ইনডিপেন্ডেন্ট।
নেদারল্যান্ডসের নারী ও পুরুষদের ওপর পরিচালিত গবেষণার ভিত্তিতে ওই বিজ্ঞানীরা বলছেন, নারী আশা করে পুরুষ সঙ্গী তার চেয়ে আট ইঞ্চি লম্বা হবে। অথচ পুরুষ চায় নারী সঙ্গী যেন তার চেয়ে মাত্র তিন ইঞ্চি খাটো হয়।
গার্ট স্টাল্পের নেতৃত্বে নেদারল্যান্ডসের গ্রনিনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৫০ হাজার ৭০০ নারী-পুরুষকে নিয়ে ওই গবেষণা চালান। ওই নারী-পুরুষদের জিজ্ঞেস করা হয়, তারা তাদের নিজেদের উচ্চতা নিয়ে সন্তুষ্ট কি না। দেখা যায়, পুরুষের ক্ষেত্রে সন্তোষজনক উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি আর নারীর ক্ষেত্রে পাঁচ ফুট নয় ইঞ্চি।
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিরেন স্বামী এ ভিন্নতার কারণ সম্পর্কে দুটি তত্ত্ব দেন। জীববিদ্যার তত্ত্ব অনুযায়ী লম্বা পুরুষ উচ্চপদস্থ ও তার সন্তান জন্মদানের সক্ষমতা বেশি। দ্বিতীয় তত্ত্বটি সামাজিক। এই তত্ত্বমতে, লম্বা পুরুষকে বেশি পুরুষালি মনে হয়। কিন্তু বেশি লম্বা নারীদের দেখা হয় প্রথা ভঙ্গকারী হিসেবে। ইনডিপেন্ডেন্ট।
prothom-alo
0 comments:
Post a Comment