দাড়ি থাকলে পুরুষদের বেশি বয়ষ্ক ও আগ্রাসী মনোভাবেরও মনে হয় ।
তবে যারা দাড়ি রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য সুখবরও আছে। দাড়িওয়ালা পুরুষদের অন্য পুরুষেরা সমীহ করে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
‘বিহেভ্যিয়ারাল ইকোলজি’ নামক সাময়িকীতে প্রকাশিত এ বিষয়ক গবেষণা প্রবন্ধটিকে প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ভারতের ওই পত্রিকা।
গবেষণাটি পরিচালনা করতে নিউজিল্যান্ড ও সামোয়া থেকে ১৯ জন স্বেচ্ছাসেবককে প্রথমে দাড়ি ছাড়া এবং ৬ সপ্তাহ দাড়ি রাখার পর আবার তাদের ছবি তোলা হয়।
এরপর ২০০ নারীর কাছে তাদের ছবিগুলো দিয়ে আকর্ষণের ভিত্তিতে নাম্বার দিতে বলেন গবেষকরা।
দেখা যায়, দুটি দেশের নারীরাই ক্লিন-সেভ করা মুখগুলোকেই বেশি নাম্বার দিয়েছে। এর মানে নারীর চোখে দাড়িওয়ালাদের চেয়ে পরিপাটি সেভ করা মুখই বেশি আকর্ষণীয়।
এক্ষেত্রে অন্যান্য পুরুষদের মন্তব্য হচ্ছে, দাড়িসহ ওইসব পুরুষদের বেশি বয়ষ্ক এবং রাগী বলে মনে হয়েছে।
তবে নারী-পুরুষ উভয়েই স্বীকার করেছে, দাড়ি থাকলে একধরনের ব্যক্তিত্ববোধ তৈরি হয় যা সামাজিক মর্যাদা বাড়ায় এবং তারা পুরুষদের চোখে শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হয়।
এ গবেষণা থেকে বোঝা যায়, দাড়ি অন্য পুরুষের চোখে পুরুষত্বের পরিমাপক হলেও নারীরা তেমন আকৃষ্ট হয় না।
উল্লে¬খ্য, গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক পল ভাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment