গতকাল সন্ধ্যা সাতটার দিকে শরীয়তপুর-১ নামের ওই লঞ্চটি শরীয়তপুরের সুরেশ্বর ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। রাত দুইটার দিকে গজারিয়ার কাছে মেঘনা নদীতে আসার পর একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দিলে এটি তলিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশই শরীয়তপুরের বলে ধারণা করা হচ্ছে। তবে লঞ্চটি কোথায় ডুবে গেছে তা এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে চাঁদপুর থেকে ঢাকাগামী মিতালী নামের একটি লঞ্চ ডুবে যাওয়া লঞ্চের ৩০-৩৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে উদ্ধারকারী জাহাজ এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
লঞ্চডুবির খবর শুনে ঘটনাস্থলে গেছেন গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
0 comments:
Post a Comment