দেশের অন্যতম শীর্ষ এই শিল্পোদ্যোক্তা ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পাবনায় জন্মগ্রহণ করেন। ভারত থেকে শিক্ষাজীবন শেষ করে পাবনার আতাইকুলা গ্রামে একটি ফার্মেসির দোকান দিয়ে তিনি তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। এ দোকানের অভিজ্ঞতা থেকে ১৯৫৮ সালে চার বন্ধুকে সঙ্গে নিয়ে খুব স্বল্প পরিসরে শুরু করেন একটি ওষুধ কারখানা। সেই কারখানাই আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহত্ ওষুধ শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। চার বন্ধু হাতে হাত ধরে শুরু করার ফলে এ প্রতিষ্ঠানের নামকরণ হয়েছিল ‘স্কয়ার’।
ওষুধ শিল্পের এ অগ্রনায়ক কেবল ফার্মেসি ব্যবসাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তাঁর ব্যবসায়িক প্রজ্ঞাকে ছড়িয়ে দিয়েছেন প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গণমাধ্যমে। দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার তিনি ছিলেন চেয়ারম্যান। প্রায় ৩০ হাজারেরও বেশি কর্মী স্কয়ার গ্রুপে কাজ করেন। দেশের অন্যতম শীর্ষ এ উদ্যোক্তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। prothom-alo
0 comments:
Post a Comment