যেভাবে লেনদেন হয় : ফরেক্স ট্রেডিং করতে হলে অনলাইনে ফরেক্সের ব্রোকারেজ হাউসগুলোতে ডেমো অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্টের সঙ্গে নিজ নামে থাকা অনলাইন ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত করতে হয়। অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তা ডলারে কনভার্ট করে লেনদেন করতে হয়। এসব টাকা অনলাইনেই অ্যাকাউন্টে জমা থাকে। এগুলো টাকায় কনভার্ট করতে চাইলে ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়।
ফরেক্সে যেসব পণ্য লেনদেন হয় : ফরেক্সে সবচেয়ে বেশি লেনদেন হয় বৈদেশিক মুদ্রা। বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার ওঠা-নামার কারণে গ্রাহকরা মুনাফা আয় করে। এসব মুদ্রার বিনিময়ে প্রতিদিনই বড় ধরনের পার্থক্য দেখা যায়। ফলে দাম কমলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় আর দাম বাড়লে লাভবান হয়। বৈদেশিক মুদ্রার পাশাপাশি এ পদ্ধতি স্বর্ণ, রৌপ্য, অপরিশোধিত তেল, আইবিএম এবং অ্যাপেলের মতো বিশ্বের বড় কোম্পানির শেয়ারও লেনদেন হয়। এসব লেনদেনে দাম ওঠা-নামার পার্থক্য এত বেশি থাকে যে গ্রাহক একদিনের মধ্যে ফকির হয়ে যেতে পারে। ফলে এ প্রক্রিয়ায় প্রতি বছর দেশ থেকে কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। উন্নত দেশগুলোতে এ ধরনের লেনদেন বেশ পুরোনো। তবে সম্প্রতি বাংলাদেশেও এ লেনদেন ব্যাপকভাবে শুরু হয়েছে। আর দ্রুত বড় লোক হওয়ায় নেশায় একটি শ্রেণীর মানুষ ব্যাপকভাবে ঝুঁকে পড়ছে। ফলে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সতর্ক করল।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা : বৃহস্পতিবার জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উলে¬খ করা হয়েছে, ইন্টারনেটে ফরেক্স ট্রেডিং এবং ডিলিং থেকে বড় মাত্রায় লাভের প্রলোভন দেখানো প্রশিক্ষন কোর্সে ভর্তি আকর্ষণের কিছু বিজ্ঞাপন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রকাশনীসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইদানীং লক্ষ্য করা যাচ্ছে। ফরেক্স ট্রেড্রিংয়ের জন্য ডেবিট কার্ড ও প্রারম্ভিক বৈদেশিক মুদ্রা যোগানের প্রতিশ্র“তি এই বিজ্ঞাপনগুলোয় দেখা গেছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হারের দৈনন্দিন ওঠানামা থেকে লেনদেনের মাধ্যমে মুনাফার চেষ্টায় লোকসানের ঝুঁকি ছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য অনুমোদিত ডিলার/মানি চেঞ্জার লাইসেন্স পাওয়া পক্ষ ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ক্রয়/বিক্রয় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ মোতাবেক বেআইনী ও দন্ডযোগ্য। এ ধরনের বেআইনী কার্যক্রমের বিজ্ঞাপন দ্বারা আকৃষ্ট না হতে জনসাধারণকে সতর্ক করা যাচ্ছে। বিজ্ঞাপনদাতা পক্ষগুলোর বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।
মূল লিঙ্কঃ jugantor.us/enews/issue/2012/01/13/news0423.htm
0 comments:
Post a Comment